শিরোনাম
মালয়েশিয়ায় জিম্মি ৬৫ বাংলাদেশীসহ ৩৭৭ পাসপোর্ট উদ্ধার
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৪
মালয়েশিয়ায় জিম্মি ৬৫ বাংলাদেশীসহ ৩৭৭ পাসপোর্ট উদ্ধার
মালয়েশিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ার বান্ডার বারু নিলাই শহরের একটি অফিস থেকে ৩৭৭টি পাসপোর্টসহ ৬৫ জন প্রবাসী বাংলাদেশীকে উদ্ধার করেছে সে দেশের অভিবাসন বিভাগ। এ সময় কোম্পানির একজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।


বুধবার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মোস্তফা আলী জানান, দীর্ঘদিন যাবত অবৈধদের বৈধ করার নামে প্রতারণাসহ জাল ভিসা তৈরির অভিযোগ ছিল কোম্পানিটির বিরুদ্ধে। এছাড়া কোম্পানিটি দীর্ঘদিন যাবত অভিবাসী শ্রমিকদের জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।


উদ্ধারকৃত বাংলাদেশীরা জানান, দীর্ঘ পাঁচ মাস যাবত বেতন না দিয়ে রুমের ভিতর তাদেরকে আটকে রেখেছিল। এছাড়া বিভিন্ন কোম্পানির কাছে এ সব বাংলাদেশী শ্রমিকদের ১৮০০ থেকে ২০০০ মালয় রিংগিতের বিনিময়ে বিক্রি করতো তারা।


উল্লেখ্য, সম্প্রতি আরও একটি বড় সিন্ডিকেটকে নিলাই থেকে গ্রেফতার করে অভিবাসন বিভাগ।


বিবার্তা/আরিফুজ্জামান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com