শিরোনাম
রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে স্পেনে বাংলাদেশ দূতাবাসের সাফল্য
প্রকাশ : ১০ আগস্ট ২০১৮, ১১:৩০
রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে স্পেনে বাংলাদেশ দূতাবাসের সাফল্য
স্পেন প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

২০১৭-২০১৮ অর্থবছরে বাণিজ্য মন্ত্রণালয় ৪১০০০ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রার বিপরীতে ৪০,৯৫০ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় অর্জনে সক্ষম হয়। যার শতকরা হার ৯৯.৫৫%।


স্পেনে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর নাভিদ শফিউল্লাহর অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে গত অর্থবছরে দেশটির রাজধানী মাদ্রিদের বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক উইংয়ের জন্য পণ্য ও সেবা উভয়খাতে ২,২২৫ (২১৯০+৩৫) মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রার বিপরীতে ২৫৩৭.৪৯ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়।


তার এই কৃতিত্বের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু ওই দূতাবাসকে এবং কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। পাশাপাশি স্পেনে বাংলাদেশী পণ্যের আমদানিকারকগণ ও বাংলাদেশের রপ্তানিকারকগণকে বিশেষ ধন্যবাদ জানান।


বিবার্তা/রায়হান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com