শিরোনাম
দুবাইয়ে ৫০০ প্রবাসীকে বাংলাদেশ কনস্যুলেটে আপ্যায়ন
প্রকাশ : ০১ আগস্ট ২০১৮, ২০:৫১
দুবাইয়ে ৫০০ প্রবাসীকে বাংলাদেশ কনস্যুলেটে আপ্যায়ন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সংযুক্ত আরব আমীরাতে অবস্থানরত অবৈধ বিদেশীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার প্রথম দিন ছিল ১ আগস্ট। এদিন দুবাইর আবু হাইল এলাকায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ২০০ বাংলাদেশীকে একমুখী (ওয়ান ওয়ে) ট্র্যাভেল পারমিট ইস্যু করে। এছাড়া কনস্যুলেট প্রাঙ্গণে সমবেত পাঁচ শতাধিক বাংলাদেশীকে আপ্যায়ন করা হয়।


উল্লেখ্য, আমীরাত সরকারের ঘোষিত এ সাধারণ ক্ষমার মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। যেসব বাংলাদেশীর পাসপোর্ট বা অন্য কোনোরকম বৈধ কাগজপত্র নেই, যোগাযোগ করলে বাংলাদেশ কনস্যুলেট তাদেরকে স্পেশাল ডিসকাউন্ট রেটে ওয়ান ওয়ে ট্র্যাভেল পারমিট ইস্যু করবে।


আমীরাতে আনুমানিক আট লাখ বাংলাদেশী বসবাস করে বলে মনে করা হয়। এদের মধ্যে যাদের বৈধ কাগজপত্র নেই তাদের অনেকেই সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে কাগজপত্র ঠিক করতে কিংবা দেশে চলে আসতে বাংলাদেশ কন্স্যুলেটে যোগাযোগ করছেন। সূত্র : খালিজ টাইমস


বিবার্তা/হুমায়ুন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com