শিরোনাম
‘প্রবাসীরা বছরে ১৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠায়’
প্রকাশ : ২৮ জুলাই ২০১৮, ১৭:৪৪
‘প্রবাসীরা বছরে ১৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠায়’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা বছরে প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠায়। চলতি বছরে এই রেমিটেন্সের পরিমান আরো বৃদ্ধি পারে।


শুক্রবার রাতে ইতালির রোমে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


শনিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।


নুরুল ইসলাম বিএসসি বলেন, বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের আমলেই সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে এবং এই উন্নয়নের প্রধান অংশিদার হলো সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিরা।


তিনি বলেন, প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যদের জন্য বর্তমান আওয়ামী লীগ সরকারই বেশি পরিমান কাজ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি এই মন্ত্রণালয়ের দেখাশুনা করেন এবং তাঁরই দিকনিদের্শনা মোতাবেক আমরা কাজ করছি।


ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে ইতালির রোমস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবাহান সিকদার, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারীসহ ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, ইতালির আওয়ামী লীগের নেত্রীবৃন্দসহ স্থানীয় সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দরাও বক্তব্য রাখেন।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com