শিরোনাম
বাংলাদেশী হজ্জ যাত্রীদের কাফেলা মদিনা মুনাওরায়
প্রকাশ : ২০ জুলাই ২০১৮, ০৯:০১
বাংলাদেশী হজ্জ যাত্রীদের কাফেলা মদিনা মুনাওরায়
সৌদি আরব প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

এবছর বাংলাদেশী হজ যাত্রীদের কাফেলা এখন পবিত্র মদিনা মুনাওরায়। মসজিদে নববীর উত্তর পার্শ্বস্থ অভিজাত হোটেল শুরফায় সরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান মদিনার হজ অফিসার এ বি এম আমীন উল্লাহ নূরী।


এ সময় সরকারের হজ প্রশাসন টিমের কর্মকর্তা, মেডিকেল টিমের কর্মকর্তা, আইটি বিভাগের ইন্চার্জ জাহিদুল ইসলাম রানা, মদিনাস্থ বাংলাদেশ হজ অফিসের কর্মকর্তা, কর্মচারী ও হজকর্মীবৃন্দ, মদিনা সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ ও মদিনা প্রবাসী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।


হোটেল কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন আল আনসার হোটেল গ্রুপের অপারেশন ম্যানেজার শাহাদাত কামাল ও শুরফা হোটেলের ফুডস অ্যান্ড ক্যাটারিং সেকশনের চিফ মুহাম্মাদ লিটনসহ অন্যান্যরা।


হজযাত্রীরা মদিনায় আটদিন অবস্থান করে মসজিদে নববীতে চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় শেষে আবার মক্কায় প্রত্যাবর্তন করবেন।


মদিনা হজ অফিসারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৯ জূলাই পর্যন্ত মোট ২৯,৩৬৯ জন হজযাত্রী সৌদি আরব এসে পৌঁছেছেন। তন্মধ‌্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩,২২৬ জন (৪৭.৪৬%); বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২৬,১৪৩ জন (২১.৭৯%)। এ পর্যন্ত আগত ফ্লাইট সংখ্যা ৮১টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৩৯টি; সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪২টি।


এ বছর বাংলাদেশী হজ যাত্রীর সংখ‌্যা মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন।


সবশেষ তথ্য অনুযায়ী পবিত্র মক্কায় হৃদরোগ ও অ্যাজমায় দুই জন পুরুষ হজযাত্রী মক্কায় মৃত্যুবরণ করেন। ১৮ জুলাই মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার মো. আব্দুল সাত্তার (৬৮) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বরঃ বি এন ০৫৪০০০৮।


১৬ জুলাই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের মোহাম্মদ আমীর হোসেন (৫৩) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বরঃ বি আর ০৯৪৭১৩১।


চলতি হজ মৌসুমে হজ যাত্রীদের সহায়তার জন্য সৌদি আরবে বাংলাদেশ হজ মিশন নিয়ন্ত্রণ কক্ষ এবং হটলাইন নাম্বার চালু করেছে।


বিবার্তা/সাগর/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com