শিরোনাম
মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৬, ১০:২৮
মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ায় ডিপ্লোম্যাটিক কোয়ার্টার (ডিকিউ)-এ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো ৪৫তম সশস্ত্র বাহিনী দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া আনফোর্সেস চীফ অব স্টাফ লে. জে. হাজী সাব্রিবিন আদাম।


এ সময় অনুষ্ঠানে আগত বিভিন্ন দেশের কূটনৈতিক ও প্রতিরক্ষা কর্মকর্তাদের অভ্যর্থনা জানান ডেপুটি হাইকমিশনার ফয়সাল আহমেদ, এয়ার কমোডর মো. হুমায়ূন কবির ও তাঁর পত্নীসহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।



২৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুয়ালালামপুরে হোটেল রেনিসন হোটেলের বল রোমে সশস্ত্র বাহিনী দিবসের কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন মালয়েশিয়া আনফোর্সেস চীফ অব স্টাফ লে. জে. হাজী সাব্রিবিন আদম, রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম, এয়ার কমোডর মো. হুমায়ূন কবির।


এ সময় মালয়েশিযার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের উচ্চপদস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।


এয়ার কমোডর হুমায়ূন কবির আনুষ্ঠানিক বক্তৃতায় মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বাংলাদেশের জন্য মালয়েশিয়া সরকারের অব্যাহত সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।


তিনি বলেন, মুক্তিযুদ্ধের অগ্রযাত্রা ও বিজয়ের স্মারক হিসেবে প্রতি বছর ২১ নভেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস’ পালন করা হয়। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী ভারতীয় মিত্র বাহিনীর সহযোগিতায় সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। মুক্তিযুদ্ধে বিভিন্ন সামরিক বাহিনীর অবদানকে সাধারণ জনতার আত্মত্যাগের সঙ্গে একীভূত করে দেখা হয় এ দিবসটিতে।



হুমায়ূন কবির বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে আমাদের চলমান কূটনৈতিক প্রক্রিয়া বিদ্যমান রয়েছে। দুদেশের চলমান স্বার্থসংশ্লিষ্টতার নানা বিষয়ের মধ্যে প্রতিরক্ষাখাতে উপযোগী ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকার কাজ করে চলছে।


অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সূচনা নিয়ে ১৯৭১ সালের ২১ নভেম্বর তিন বাহিনীর সমন্বয়ে একযোগে মুক্তিযুদ্ধে শত্রুর উপর আক্রমণের বিভিন্ন রণকৌশলের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।


এ সময় বিভিন্ন দেশের অতিথিদের সঙ্গে ডেপুটি হাই কমিশনার ফায়সল আহমেদ ইছ হাসান সরোয়ার, মিনিস্টার কাউন্সিলার (শ্রম) মো. সায়েদুল ইসলাম, কমার্শিয়াল উইং ধনন্জয় দাস, ফাস্ট সেক্রেটারি এসকে শাহীন, মশিউর রহমান, শাহিদা সুলতানা, বাংলাদেশ কম্যুনিটির রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসকসহ পদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি মালয়েশিয়া আনফোর্সেস চীফ অব স্টাফ লে. জে. হাজী সাব্রিবিন আদমকে বিশেষ উপহার ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম এবং এয়ার কমোডর হুমায়ূন কবির।


বিবার্তা/আরিফ/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com