শিরোনাম
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত বাংলাদেশীদের পরিচয়
প্রকাশ : ০৫ জুলাই ২০১৮, ২০:৩৬
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত বাংলাদেশীদের পরিচয়
সৌদি আরব প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সৌদি আরবের জেদ্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ জন বাংলাদেশীর মধ্যে চার জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন। ভোরবেলা কাজে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে ।


বাদশাহ ফাহাদ হাসপাতালের হিমাগারে থাকা নিহত পাঁচ জনের মধ্যে চার জনের পরিচয় নিশ্চিত করেছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ।


নিহত চার জনের পরিচয় -
১. মো. মনিরুল ইসলাম, পিতা- মহসিন হোসাইন, গ্রাম- মহিসওলা, পোস্ট- নড়াইল সদর, থানা+জেলা- নড়াইল।
২. সৈয়দ হোসেন আলী, পিতা- সৈয়দ আশরাফ আলী, গ্রাম- লাহড়ীয়া, পোস্ট- লাহড়ীয়া বাজার, থানা- লোহাগড়া, জেলা- নড়াইল।
৩. মোহাম্মদ শাহ আলম, পিতা- মোহাম্মদ সাইনুদ্দীন, গ্রাম- দেওলী, পোস্ট- পলাশবাড়ীয়া, থানা- মোহাম্মদপুর, জেলা- মাগুরা।
৪. মো. মনির, পিতা- কলম আলী, ০৫/বেগমগঞ্জ লেন, সূত্রাপুর, ঢাকা ।


নিহত অপর এক জনের পরিচয় নিশ্চিতের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


উল্লেখ্য, বুধবার ভোরে সৌদি আরবের জেদ্দাস্থ গুলাইল এলাকা থেকে ১৬ জন বাংলাদেশী শ্রমিক মাইক্রোবাস যোগে কর্মস্থল আভর নামক এলাকায় যাওয়ার পথে কিং আব্দুল আজিজ সড়কে সামারী কোর্ট ও রেড সী মল মার্কেটের মাঝামাঝি এলাকায় পুলিশের গাড়ির সাথে সংঘর্ষে রাস্তার গতিরোধকে স্থাপিত বৈদ্যুতিক পুলের সাথে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়।


কনস্যুলেটের একটি প্রতিনিধি দল দুর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শনসহ সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগ, পুলিশ অফিস, আহত ব্যক্তি এবং উক্ত কোম্পানিতে কর্মরত অন্যান্য কর্মীদের সাথে আলাপ করে এই তথ্য নিশ্চিত করেছে।


আহত ১১ জনের মধ্যে বাদশাহ ফাহাদ হাসপাতালে চার জন চিকিৎসাধীন রয়েছেন, তারা হলেন -


১. মো. ইসরাফিল শেখ, পিতা-ইসারত শেখ, গ্রাম-রামচন্দ্রপুর, পোস্ট-গ্রহতলা, থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল ।
২. সুজন আহমেদ, পিতা-শামসুদ্দীন, গ্রাম-বাগলা, পোস্ট-ডিপুটি বাজার, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট। অপর দু’জনের তথ্য সংগ্রহ প্রক্রিয়া অব্যাহত।


বাদশাহ আব্দুল আজিজ হাসপাতালে দুই জন-
১. মো. ইলাহী, পিতা-শেখ দুদু মিয়া, গ্রাম+পোস্ট+থানা- মাগুরা সদর, জেলা-মাগুরা ।
২. মোহাম্মদ শাহজাহান মিয়া, পিতা-আব্দুল হাই, গ্রাম-ফোনারফদা, পোস্ট+থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ।


সৌদি জার্মান হাসপাতালে তিন জন -
১. মো. কবির শেখ, পিতা-মোঃ হিরো শেখ, গ্রাম-পরমল্লিক, গাজিপাড়া, গাজিপাড়া সদর, নড়াইল ।
২. মো. রুবেল ইসলাম, পিতা-আবুল কালাম, গ্রাম-সোরগাজি, পোস্ট+থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা ।
৩. ইমাম হোসেন, পিতা-আব্দুল জব্বার (আইসিইউ তে ভর্তি)


বাদশাহ আব্দুল্লাহ হাসপাতালে দুই জন -
১. মো. বাবুল, পিতা-ইউনুস জোমাদ্দার, গ্রাম-লাহড়ীয়া, পোস্ট-কালীগঞ্জ, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল।
২. মাসুম আহমেদ (প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল ত্যাগ করেন)।


কনস্যুলেট টীম হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য কর্তব্যরত চিকিৎসকদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন।


বিবার্তা/সাগর/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com