শিরোনাম
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশী নিহত
প্রকাশ : ০৪ জুলাই ২০১৮, ১৮:৪৭
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশী নিহত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশী নিহত হয়েছেন বলে জানা গেছে।


বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে জেদ্দার মোহাম্মদী এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। তবে হতাহত সবার নাম পরিচয় এখনো জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


জানা যায়, দুর্ঘটনায় নিহতের মধ্যে লোহাগাড়া উপজেলার সৈয়দ হোসেন ও একই উপেজলার আওড়িয়া ইউনিয়নের দত্ত পাড়া গ্রামের ইস্রাফিল শেখ, মাগুরা জেলার মুহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের দেওলি গ্রামের শাহ আলম নামে তিনজনের পরিচয় পাওয়া গেছে। নিহত অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।


আহত একজনের বরাত দিয়ে মোবারক হোসেন নামে জেদ্দা প্রবাসী এক বাংলাদেশী জানান, হতাহতরা সেখানে একটি কারখানায় চাকরি করতেন। সকালে কাজে যাওয়ার সময় তাদের মিনিবাসের চাকা বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।


জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। হাসপাতালে আমাদের লোক পাঠানো হয়েছে।


রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন নজরুল ইসলাম জানিয়েছেন, ঘটনার খোঁজ-খবর নেয়া হচ্ছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


তিনি বলেন, আমাদের বাংলাদেশি শ্রমিক বন্ধুদের একটি গাড়ি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। সেখানে ১৬ জন প্রবাসী বাংলাদেশি নাগরিক ছিলেন। প্রাথমিকভাবে ছয় জন নিহতের তথ্য পেয়েছি।


মিনিবাসে সব মিলিয়ে ১৮ জন যাত্রী ছিলেন। বাসটির চালক ছিলেন একজন পাকিস্তানি।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com