শিরোনাম
ছানুর অকাল মৃত্যুতে ডেনমার্কে গভীর শোক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৬, ০৮:৫২
ছানুর অকাল মৃত্যুতে ডেনমার্কে গভীর শোক
সফিউল সাফি, ডেনমার্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মিয়া আক্তার হোসেন ছানুর অকালমৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডেনমার্ক আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ডেনমার্ক শাখাসহ আওয়ামী যুবলীগ ডেনমার্ক শাখা, ছাত্রলীগ ডেনমার্ক শাখার সব নেতা।


আক্তার হোসেন ছানু মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। বুধবার বাদ আছর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যালয়ের সামনে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয় ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী গ্রামে দাফন করা হয়। বিবৃতিকে বলা হয়, তিনি ক্রীড়া ও যুব সংগঠক ছিলেন ও নেতৃত্বগুণে জননেত্রী শেখ হাসিনাসহ প্রবাস এবং দেশের নেতৃবৃন্দের কাছে প্রিয়পাত্রে পরিণত হয়েছিলেন। সবসময় সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল থেকে জননেত্রী শেখ হাসিনার কর্মসূচি বাস্তবায়নে নিজেকে উজাড় করে দিয়েছিলেন।


তার অকালমৃত্যুতে ইউরোপ আওয়ামী পরিবারে শোকের ছায়া নেমে আসে। তার আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারকে সমবেদনা জানান ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ডেনমার্ক শাখার সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক বদরুল আলম রনি।


শোক বার্তায় সম্মতি জানান ডেনমার্ক আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বাবু সুভাষ ঘোষ, মাহবুবুল হক, রাফায়েত হোসেন মিঠু, রিয়াজুল হাসনাত রুবেল, জাহিদুল ইসলাম কামরুল, সাইফুল আলম, ইনসান ভূঁইয়া, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি সহ-সভাপতি নিজাম উদ্দিন, খোকন মজুমদার, নাসির উদ্দিন সরকার, জাহিদ চৌধুরী বাবু, মোহাম্মদ সহিদ, নাসরু হক, যুগ্ম-সম্পাদক নাঈম বাবু, নুরুল ইসলাম টিটু, সফিউল সাফি, সাংগঠনিক সম্পাদক সরদার সাইদুর রহমান, মোহাম্মদ সেলিম, গোলাম কিবরিয়া শামীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাসেল, অভিবাসন বিষয়ক সম্পাদক আরিফুল হক আরিফ, কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সম্রাট, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইউসুফ আহম্মেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কোহিনুর আক্তার মুকুল, ধর্মবিষয়ক সম্পাদক কচি মিয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নীরু সুমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রেজাউল হক রেজা, মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া সুলতানা চাপা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম, শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন খান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক গোলাম রাব্বি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লায়লা আক্তার সীমা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সামছু উদ্দিন, দপ্তর সম্পাদক দেবাসীষ দাস, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নয়ন, কার্যকরী কমিটির সদস্য মোসাদ্দিকুর রহমান রাসেল, রনি, ওমর,আমির জীবন, ফজলে রাব্বি, সামসুল আলম, সোহেল আহমেদ, সাফায়েত অন্তর, শামীম খান, তাসবির হোসেন, মাঞ্জুর আহমেদ মামুন, মনসর আহমেদ, মোহাম্মাদ ইউসুফ, মাসুম বিল্লাহ, শাওন রহমান, সাইদুর রহমান, নাজমুল ইসলাম, আরিফুল ইসলাম, হাসান শাহীন, তুহীন, আরিফুল হক আরিফ, আজাদুর রহমান, রাজ্জাক, নাজমুল হোসেন, দোলনসহ সব নেতা।


শোক বার্তায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ডেনমার্ক শাখা ও ছাত্রলীগ ডেনমার্ক শাখার সব নেতা সম্মতি দিয়েছেন।


বিবার্তা/জিয়া



সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com