শিরোনাম
স্পেনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ : ২৫ জুন ২০১৮, ০৯:৫০
স্পেনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্পেন প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে রবিবার সন্ধ্যায় স্পেন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে স্পেন আওয়ামী লীগ।


‘প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে সকলকে শপথ নিতে হবে এই প্রবাসে দেশ বিরোধী যে কোনো অপতৎপরতা শক্তহাতে রুখে দেয়ার জন্যে’-এ আহ্বান জানানো হয় এ অনুষ্ঠান থেকে।


স্পেন আওয়ামী লীগের সহ-সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আলমের পরিচালনায় উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম আহমেদ, জানে আলম, আক্তার উজ জামান যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সল ইসলাম, এফএম ফারুক পাভেল, মো. শাখাওয়াত হোসেন বাবলু, আলমগীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জহির, প্রচার সম্পাদক জালাল হোসাইন, অভিবাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তারেক হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমআই আমিন, খাদ্য বিষয়ক সম্পাদক মো বকুল, বাংলাদেশ ছাত্রলীগ স্পেন শাখার সভাপতি ইসমাইল হোসাইন রায়হান, সুমন আহমেদ, মকবুল, রুবেল খান প্রমুখ।


বক্তারা স্পেন আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে এক হয়ে কাজ করার তাগিদ দেন।


স্পেন আওয়ামী লীগের সহ-সভাপতি বোরহান উদ্দিন বলেছেন, বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির সমর্থনে প্রবাসীদের ঐক্য সুসংহত রাখতে সকলকে সোচ্চার থাকতে হবে। একই চেতনায় সামনের জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীদের জয়ী করতে নিজ নিজ এলাকায় জনসংযোগ বৃদ্ধি করতে হবে। আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সকলকে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানান।


স্পেন ছাত্রলীগের সভাপতি ইসমাইল হোসাইন রায়হান বলেন, সকল ভেদাভেদ ভুলে দলের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সহ জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সকলকে শক্ত হাতে বিরোধীদলের বিপক্ষে অবস্থান গ্রহণ করতে হবে এবং সকল অপপ্রচার রুখে দিতে হবে। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড গুলো প্রচারের মাধ্যমেই দলের ভোট বৃদ্ধি পাবে।


বিবার্তা/রায়হান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com