শিরোনাম
ভার্জিনিয়ায় বিসিসিডিআই বাংলা স্কুলে তহবিল সংগ্রহ
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৬, ১৫:১৪
ভার্জিনিয়ায় বিসিসিডিআই বাংলা স্কুলে তহবিল সংগ্রহ
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় স্প্রিংফিল্ডের হলিডে ইন হোটেলের বলরুমে বিসিসিডিআই বাংলা স্কুলের বাৎসরিক তহবিল সংগ্রহ ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

 

১৯ নভেম্বর শনিবার অ্যান্থনী পিউস গমেজ ও লাভলী শহীদের সঞ্চালনায় বাংলা স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

 

 

অনুষ্ঠরে শুভেচ্ছা বক্তব্য দেন বিসিসিডিআই বাংলা স্কুলের প্রেসিডেন্ট সঞ্জয় বড়ুয়া। এরপর বক্তব্য দেন বাংলা স্কুলের প্রিন্সিপাল শামীম চৌধুরী, কনভেনার রেদোয়ান চৌধুরী, ভয়েচ অব আমেরিকার বাংলা বিভাগের উপস্থাপক আনিস আহমেদ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সটোন ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের অধ্যাপক, বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর জাহিদ হাসান।

 

 

অনুষ্ঠানে যাদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয় তারা হলেন পিপল এন টেকের সিইও আবুবকর হানিফ, ডাটা গ্রুপের সিইও জাকির হোসেন, অ্যাটর্নি সুদীপ বোস, রোকসানা পারভীন, পারভীন পাটোয়ারী, মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ আলমগীর, নাইম রহমান, নাজমুল আহসান, বোরহান আহমেদ ও মোহাম্মদ হোসেন।

 

 

সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বাংলা স্কুলের প্রেসিডেন্ট সঞ্জয় বড়ুয়া ও আনিস আহমেদ। সম্মাননা প্রদান শেষে বক্তব্য দেন প্রধান বক্তা ডক্টর জাহিদ হাসান। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে রবিউল ইসলাম শিশিরের শব্দ নিয়ন্ত্রণে মনোমুগ্ধকর গান গেয়ে শোনান চ্যানেল আই সেরা কন্ঠের শিল্পী মিরা সিনহা।

 

 

অনুষ্ঠানে বাংলা স্কুলের কল্যাণে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আর্থিক সহযোগিতা করে প্রবাসে বেড়ে ওঠা শিশুদের  বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে বুকে লালন করতে সহযোগিতা করছেন তাদের বিশেষ ধন্যবাদ জানানো হয়। সবশেষে আমন্ত্রিত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয় ।

 

বিবার্তা/আকাশ/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com