শিরোনাম
মালয়েশিয়ায় কমিউনিটি ব্যবসায়ীদের মতবিনিময় সভা
প্রকাশ : ২১ মে ২০১৮, ২১:৪০
মালয়েশিয়ায় কমিউনিটি ব্যবসায়ীদের মতবিনিময় সভা
মালয়েশিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ার কুয়ালালামপুরের বাংলাদেশী ব্যবসায়ী কমিউনিটির এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। চলমান জি টু জি প্লাস পদ্ধতির আওতায় জনশক্তি রপ্তানি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কমিউনিটির নেতারা।


স্থানীয় জ্বালান ইম্বির রসনা বিলাস রেস্টুরেন্টে রবিবার আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা মকবুল হোসেন মুকুল। ইঞ্জিনিয়ার বাদলুর রহমান বাদল এতে সঞ্চালনা করেন।


মতবিনিময় সভায় বক্তারা বলেন, মালয়েশিয়ায় নতুন সরকার দায়িত্বভার গ্রহণের ফলে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করছে।


সভায় উপস্থিত সকলের মতামত নিয়ে ৫টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। (১) সিন্ডিকেটের মূলহোতা দাতো শ্রী আমিনসহ এর ১০ কোম্পানির সিন্ডিকেটকে প্রসেসিং খরচ বাবদ ৫০০০ রিঙ্গিত প্রদান করা হবে না। (২) খুব শীঘ্রই কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে একটি স্মারকলিপি প্রদান করা হবে। (৩) মাইগ্রেশন খরচ কমাতে হবে। (৪) সকলেই মালয়েশিয়ার আইন মেনে চলবে। (৫) নতুন কোনো সিন্ডিকেট কোনোভাবেই মেনে নেয়া হবে না।


সভায় কুয়ালালামপুরে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মো. শহিদুল ইসলাম বাবুল, তৌহিদ চৌধুরী, আলমগীর হোসেন, আব্দুল জলিল লিটন, মোতালেব, রুহুল আমিন, এসএম নিপু, রাশেদ বাদল, শাখাওয়াত হক জোসেফ, শফিকুল ইসলাম পলাশ প্রমুখ।


বিবার্তা/আরিফুজ্জামান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com