শিরোনাম
সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে প্যারিসে মানববন্ধন
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৬, ১১:৩৯
সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে প্যারিসে মানববন্ধন
অনুপম বড়ুয়া টিপু, প্যারিস
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ারসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু এবং হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, ঘরবাড়ি, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় প্রতিবাদে সরব হয়ে উঠেছে প্রবাসীরাও। যখন তীব্র প্রতিবাদে সোচ্চার হচ্ছে পুরো দেশ, তার সাথে সামিল হয়েছে প্রবাসীরাও।


এই ঘটনায় ফ্রান্সে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ গত ২০ নভেম্বর বিকালে প্যারিসের প্লাস দো লা রিপাবলিক চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের ডাক দেয়।


এ সময় মানববন্ধনে বক্তারা সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানানোর পাশাপাশি অবিলম্বে দুস্কতিকারীদের গ্রেফতার করে সমুচিত শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে কঠোর সমালোচনা ছাড়াও জোরালোভাবে পদত্যাগ দাবি করা হয় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের। এছাড়া ঘটনার বিচার বিভাগীয় তদন্তসহ সংখ্যালঘু কমিশন গঠনের দাবিও তুলে ধরে বক্তারা।



এসময় ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রচণ্ড শীত ও বৃষ্টি উপেক্ষা করে ফ্রান্সের গণতন্ত্র চত্বরে সামিল হন।


উল্লেখ্য, গত ২৮ অক্টোবর শুক্রবার উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস (২৭) নামে এক যুবকের ফেসবুকে পোস্টে ধর্ম অবমাননার অভিযোগ এনে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে। তবে রসরাজ এ অভিযোগ অস্বীকার করে বলেন, তার ফেসবুক আইডি নকল করে অন্য কেউ এই কাজ করেছে।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com