শিরোনাম
সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে ৬ বাংলাদেশির মৃত্যু
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৮, ০২:১০
সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে ৬ বাংলাদেশির মৃত্যু
সৌদি আরব প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহরে সিলিন্ডার বিস্ফোরণে ছয় বাংলাদেশিসহ মোট সাতজন মারা গেছেন। এ ঘটনায় আরো একজন বাংলাদেশি দগ্ধ হয়েছেন। বুধবার স্থানীয় সময় ভোরে এই অগ্নিকাণ্ড ঘটে।


বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব ( প্রেস) ফখরুল ইসলাম ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। হাইলের সিভিল ডিফেন্সের এক কর্মকর্তার বরাত দিয়ে সৌদি নাগরিক সাইফ আল সোহাইলি টুইট বার্তায় জানান, বুধবার ফজরের নামাজের সময় সৌদি আরবে হাইলের আল হোলাইফা শহরে এ দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে রয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের দুই ছেলে এমরানুল হক সোহেল (৩৪) ও ইমামুল হক মুন্না (২২)। একই উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০)। লক্ষ্মীপুরে কমলনগর উপজেলার করইতোলা বাজার সংলগ্ন চর লরেঞ্চ গ্রামের নেছার আহম্মদের ছেলে জসিম উদ্দিন (২৬) এবং তার ছোট ভাই মো. ইব্রাহিম (২৩)। ফেনীর বিরিঞ্চি এলাকার ইলিয়াস মেম্বারের বাড়ির রফিকুল ইসলামের ছেলে মহিউদ্দিন রাশেদ (৩৫)।



নিহত আরেকজন


অগ্নিদগ্ধ দেহগুলো পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত করতে ডিএনএ টেস্টের প্রয়োজন হবে বলে জানিয়েছেন রিয়াদে বাংলাদেশ দূতাবারে লেবার কাউন্সেলর সরওয়ার আলম।


এ ঘটনায় দগ্ধ কুমিল্লার চৌদ্দগ্রামের আনিসুর রহমানকে হাইল কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার অবস্থা সঙ্কটাপন্ন। তার ব্যপারে বাংলাদেশ দূতাবাস রিয়াদ থেকে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে।


উল্লেখ্য, গেলো সপ্তাহেই দেশটির রাজধানী রিয়াদের একটি ভবনে অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশী নির্মাণ শ্রমিক মারা যান।


বিবার্তা/সাগর/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com