শিরোনাম
জিবুতির প্রেসিডেন্টের সাথে রাষ্ট্রদূত গোলাম মসিহর আলোচনা
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৬, ০৯:১৯
জিবুতির প্রেসিডেন্টের সাথে রাষ্ট্রদূত গোলাম মসিহর আলোচনা
সৌদি আরব প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জিবুতি প্রেসিডেন্টের সাথে এক দ্বিপাক্ষিক আলোচনায় রাষ্ট্রদূত গোলাম মসিহ্ বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের বৈশিষ্ট্যগুলি তুলে ধরেন। পরে জিবুতির সঙ্গে বিনিয়োগ, জনশক্তি রফতানি ও বাংলাদেশি পণ্য রফতানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।


আফ্রিকার উত্তর-পশ্চিম উপদ্বীপ গণপ্রজাতন্ত্রী জিবুতি। দেশটিতে এক সপ্তাহের সফর করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। এ সময় তিনি জিবুতির প্রেসিডেন্ট ইসমাঈল ওমর গুয়েলেহ্র কাছে বাংলাদেশের রাষ্ট্রপতির দেয়া দূতাবাসের কার্যনিযুক্তির প্রত্যয়নপত্র হস্তান্তর করেন।


এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে নিজ দেশে বেশ কিছু নতুন প্রকল্প বাস্তবায়নের ইঙ্গিত দেন জিবুতি প্রেসিডেন্ট ইসমাঈল ওমর গুয়েলেহ্। রাষ্ট্রদূত গোলাম মসিহ্ এসব প্রকল্পে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি কাজে লাগানোর সম্ভাবনা তুলে ধরেন। পরে জিবুতির প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।


সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের এক তথ্যবিবরণীতে এ খবর জানিয়ে বলা হয়, বাণিজ্য-সম্ভাবনার বেশ কিছু মৌলিক বিষয়সহ দুই দেশের সম্পর্ক উন্নয়নেও ফলপ্রসূ আলোচনা হয়েছে।


এ ছাড়া রাষ্ট্রদূত গোলাম মসিহ্ জিবুতির পররাষ্ট্রমন্ত্রী এম মো. আলী ইউসুফ, প্রধান প্রটোকল এম মো. আলী জামা এবং সে দেশের জাতীয় প্রতিষ্ঠান ন্যাশনাল ইনভেস্টমেন্ট প্রোমোশন অ্যাজেন্সির প্রধান পরিচালক মাহাদি দারার অবসিহ্-এর সঙ্গে আলাদাভাবে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।


সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের উপ-মিশন প্রধান ড. মো. নজরুল ইসলাম জানান, রাষ্ট্রদূতের এই সাক্ষাৎকারে সে দেশে সাম্প্রতিক সময়ে হাতে নেয়া বড় ধরনের রেল প্রকল্পে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানোর সম্ভাবনা রয়েছে।


তিনি বলেন, ওআইসিভুক্ত জিবুতি শান্ত প্রকৃতির দেশ। সেখানে বাংলাদেশের বেশকিছু পণ্যের চাহিদা রয়েছে। ধারাবাহিকভাবে রফতানিকৃত পণ্যগুলোর মধ্যে প্রাণ-এর দ্রব্য চাহিদা জিবুতিদের কাছে উল্লেখযোগ্য। এ ছাড়া বাংলাদেশের ঔষধ, গার্মেন্ট পণ্য এবং সী-পোর্ট নির্মাণে জিবুতিতে বাংলাদেশ থেকে দক্ষ এবং অদক্ষ জনশক্তি আমদানির সম্ভাবনা রয়েছে।


উল্লেখ্য, সোমালিয়া এবং জিবুতি দেশ দুটিতে দূতাবাসভিত্তিক কার্যক্রম তদারক করার জন্য সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস দায়িত্বে রয়েছে। যে কোনও রাষ্ট্রদূত বহির্দেশে কর্মনিযুক্তি পাওয়ার পর সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করে নিজের উপস্থিতি জানান দেয়ার আন্তর্জাতিক রেওয়াজ রয়েছে।


বিবার্তা/সাগর/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com