শিরোনাম
উন্নয়নশীল দেশে উন্নিত : মালদ্বীপ দূতাবাসে বিশেষ সভা
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৮, ১৪:৫৬
উন্নয়নশীল দেশে উন্নিত : মালদ্বীপ দূতাবাসে বিশেষ সভা
মালদ্বীপ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক এক বিশেষ সভার আয়োজন করা হয়।


বুধবার রাজধানীর সল্ট হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।


অনুষ্ঠানে মালদ্বীপের শীর্ষস্থানীয় একজন ভিআইপি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গসহ আগত অথিতিদের স্বাগত জানান রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল আখতার হাবীব।


গুরুত্বপূর্ণ বক্তব্যে, রাষ্ট্রদূত বাংলাদেশের ঐতিহাসিক উন্নয়নে অগ্রগতির সাফল্য বিশেষ করে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত খাতসহ বিভিন্ন খাতে অসামান্য অগ্রগতি উন্নয়নের প্রগতিশীল ট্র্যাক রেকর্ড তুলে ধরেন।


অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মাইলফলক এবং এলডিসি স্থিতি থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোতে পরিণত হওয়ার উপর একটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়। এরপর সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


বিবার্তা/রনি/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com