শিরোনাম
মালয়েশিয়ায় গ্লোবাল সামিটে প্রবাসীদের মিলন মেলা
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৬, ২১:৫০
মালয়েশিয়ায় গ্লোবাল সামিটে প্রবাসীদের মিলন মেলা
মালয়েশিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু হয়েছে দু’দিনব্যাপী ‘গ্লোবাল সামিট। গ্লোবাল সামিটের প্রথম দিনে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় বার্জায়া টাইম স্কয়ারের বলরুম।


শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম তার বক্তব্যে সব প্রতিবন্ধকতা জয় করে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোর জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।


তিনি বলেন, আগামীকাল হবে এগিয়ে যাওয়ার দিন। গর্বে আমার বুক ফুলে যায় যখন দেখি বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের জন্য মালয়েশিয়া হলো কর্মসংস্থানের অপার সম্ভাবনার দেশ।


স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় কুয়ালালামপুরের বার্জায়া টাইম স্কয়ারে দু’দিনব্যাপী গ্লোবাল বাংলাদেশ সামিট শুরু হয়েছে। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কূটনৈতিক মোহাম্মদ শহীদুল ইসলাম।


অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়োজিত মালয়েশিয়ায় গ্লোবাল সামিটে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা পেশাজীবী বাংলাদেশিরা যোগ দিয়েছে। বাংলাদেশের সিনিয়র সাংবাদিকদের একটি দলও অনুষ্ঠানে যোগ দিয়েছেন।


উদ্বোধনী অনুষ্ঠানে হাই কমিশনারের বক্তব্যের পর অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন ও সেক্রেটারি কাজী এনায়েত উল্লাহ বক্তব্য রাখেন।


অনুষ্ঠানে বিজিএমইএ সাবেক সভাপতি আতিকুল ইসলাম বলেন, প্রবাসীদের সামনে রেখে আমরা বিদেশে বাংলাদেশের ব্যবসায়িক সব স্বার্থ সংরক্ষণ করতে পারবো।


সিনিয়র সাংবাদিক আবেদ খান তার বক্তব্যে বলেন, এমন আয়োজন অবিশ্বাস্য। প্রবাসীদের নিঃশেষ দান নেয়ার ইতিবাচক মানসিকতা গড়লে বাংলাদেশকে কেউ রুখতে পারবে না।


যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম তার বক্তব্যে বলেন, প্রবাসীরা যে যেখানে আছেন এগিয়ে যান। আমরা আমাদের সব ধরনের সহযোগিতার দুয়ার খুলে রেখেছি। কোনো ক্ষেত্রেই বাংলাদেশ যেন পিছিয়ে না থাকে।


মঞ্জুরুল আহসান তার বক্তব্যে প্রবাসীদের বাংলাদেশ ও বাংলাভাষা নিয়ে ভাবার আহ্বান জানান।


অনুষ্ঠানে পূর্বপশ্চিমবিডি.নিউজের প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, এতবড় একটি সম্মেলনে আমি উপস্থিত থাকতে পেরে অনেক সম্মানিত বোধ করছি। আজকের এই অনুষ্ঠানটি একটি সফলতার ইঙ্গিত দিচ্ছে। প্রবাসে আপনারা প্রকৃত রাষ্ট্রদূত কেননা দেশের অর্থনীতি উন্নয়নের সাথে সাথে প্রবাসে বাংলাদেশের মুখও উজ্জ্বল করছেন।


গ্লোবাল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জুবায়ের, বাংলা ভিশনের হেড অব নিউজ মোস্তফা ফিরোজ দিপু , মাহমুদ হাফিজ, আয়েবা প্রেসিডেন্ট প্রকৌশলী ড. জইনুল আবেদীন, সাধারণ সম্পাদক কাজী এনায়েত উল্লাহ, মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত সভাপতি মকবুল হোসেন মুকুল, বিজিএমইর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ।


প্রথম দিনের অনুষ্ঠানে উদ্বোধনী সেশনের পর শুরু হয়েছে বিশেষায়িত কর্মশালা। এতে বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীরা বাংলাদেশিদের সম্ভাবনা ও করণীয় নিয়ে আলোচনা করেন।


বিবার্তা/আরিফুজ্জামান/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com