শিরোনাম
মালয়েশিয়ায় জুনের মধ্যেই বৈধ হওয়ার তাগিদ
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৫
মালয়েশিয়ায় জুনের মধ্যেই বৈধ হওয়ার তাগিদ
মালয়েশিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ায় কর্মরত ই-কার্ড হোল্ডার বিদেশি কর্মীদের রিহায়ারিং বা বৈধ করণ প্রক্রিয়ায় সহায়তা করার জন্য তিনটি বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।


মালয়েশিয়া অভিবাসন বিভাগের মহা পরিচালক দাতুক সেরি মুস্তফার আলী জানান, ইন্দোনেশিয়ার কর্মীদের পরিচালনা করবে ইন্টারন্যাশনাল মার্কেটিং অ্যান্ড নেট রিসোর্সেস এসডিএন বিএসডি (ইমান)। মিয়ানমারের কর্মীদের জন্য সয়ারিকাট বুকতি মেগা এসডিএন বিএসডি এবং বাকি অন্যান্য দেশের কর্মীদের পরিচালিত করবে কনসর্টিম পিএমএফ।


অভিবাসন তথ্য মতে, ই-কার্ড হোল্ডার কর্মীদের চলতি বছরের ৩০ জুনের মধ্যেই বৈধকরণ পক্রিয়া সম্পন্ন করতে হবে। মুস্তফার জানান, অবৈধ পথে প্রবেশকারী কর্মীদের জন্য গত বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ই-কার্ড প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল যাতে অবৈধে কর্মীদের নিয়োগদাতারা তাদের কর্মীদের পাসপোর্ট সংগ্রহের মাধ্যমে বৈধ করতে সক্ষম হন।


মুস্তফার আরো জানান, ই-কার্ড এর মেয়াদ ১৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে। ১৫ ফেব্রুয়ারির মধ্য যারা পাসপোর্ট জমা দিতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


সেরি মুস্তফার জানান, ই-কার্ড হোল্ডাররা যারা বৈধতা পেতে যোগ্য নয় তাদেরকে থ্রি প্লাস ওয়ান (3+1) কর্মসূচির আওতায় স্ব স্ব দেশে ফেরত পাঠানো হবে।


বিবার্তা/আরিফ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com