শিরোনাম
ফ্রান্সে কঠিন চীবর দান উৎসব উদযাপিত
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৬, ১৩:২৭
ফ্রান্সে কঠিন চীবর দান উৎসব উদযাপিত
ফ্রান্স প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিল্প, সংস্কৃতি সভ্যতার প্রাণকেন্দ্র ফ্রান্সের প্যারিসের অদূরে অবস্থিত বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যানকেন্দ্রে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাকজমকপূর্ণ পরিবেশে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান উদযাপিত হয়েছে। ১৩ নভেম্বর রবিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উৎসবটি পালিত হয়।

 

সকাল ৮টায় ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় উৎসবটি। এরপর থাইল্যান্ড থেকে আনা নান্দনিক বুদ্ধমূর্তি উৎসর্গ, সংঘদান, অষ্টপরিস্কার দান, সমবেত প্রার্থনা, ধর্ম দেশনা, আলোচনা সভা, কঠিন চীবর উৎসর্গ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

 

উপচে পড়া ভিড় নারী, শিশু, পুরুষদের হৈ-হুল্লোড়ে উৎসব মুখরতায় এটি ছিল ফ্রান্সের শেষ দানোত্তম কঠিন চীবর দান।

 

বিকেলে বিহারাধ্যক্ষ শ্রীমৎ বহু গ্রন্থ প্রণেতা, পণ্ডিত প্রবর ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের মহোদয়ের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে শুরু হওয়া দানসভায় ভদন্ত কে আনন্দ নায়ক থের সভাপতিত্ব করেন।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত কে অনুরুদ্ধ নায়ক থের, ভদন্ত মিন্ধি ভিক্ষু, ভদন্ত থিতা ধম্মা দেশনা। অন্যদের মধ্যে ফ্রা সাকুন ভদন্ত সুমনতিষ্য মহাথের, ভদন্ত জ্যোতিসার ভিক্ষু, ভদন্ত বুদ্ধ প্রিয় ভিক্ষু সহ বিভিন্ন দেশের বৌদ্ধ ভিক্ষুরা উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ, লাউস, কম্বোডিয়ান, ভিয়েতনাম, থাই, শ্রীলংকা, ফরাসি নাগরিকসহ বিভিন্ন দেশের পূন্যার্থী বৌদ্ধদের সমাগমে এক অভুতপূর্ব মিলন মেলায় পরিণত হয়।

 

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভদন্ত শরনাপাল থের। পঞ্চশীল প্রার্থনা করেন বাবু উত্তম বড়ুয়া। উদ্বোধনী সংগীতে মিনতি বড়ুয়া, অদিতি বড়ুয়া, প্রাপ্তি বড়ুয়া, জুলি বড়ুয়া, কনা বড়ুয়া, সুনিত্রা বড়ুয়া, ডালিয়া বড়ুয়া, চেচিল বড়ুয়া। তবলায় সঙ্গত করেন শাপলু বড়ুয়া অক্টোপ্যাডে রবিন বড়ুয়া।

 

বিবার্তা/অনুপম/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com