শিরোনাম
কানাডায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতি উদযাপন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৭, ২২:২৮
কানাডায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতি উদযাপন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতির​জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন করেছে কানাডার অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। এ উপলক্ষে ১০ ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশন কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।


শোভাযাত্রায় নেতৃত্ব দেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান। দূতাবাসের কূটনীতিক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, তাদের পরিবারের সদস্য, অটোয়াপ্রবাসী মুক্তিযোদ্ধাগণ, অটোয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং নাগরিক সমাজের সদস্যরা শোভাযাত্রায় যোগদান করেন।


নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন জনের পদচারণায় মুখরিত হয় অটোয়ার ৩৫০ স্পার্কস স্ট্রিটে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন চ্যান্সেরি প্রাঙ্গন। এসময় লাউড স্পিকারে বাজতে থাকে বঙ্গবন্ধুর সেই অমর ভাষণ।



র‍্যালির আগে সংক্ষিপ্ত বক্তৃতা করেন, নাগরিক সমাজের প্রতিনিধি মমতা দত্ত, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নূরুল হক, অটোয়া আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ওমর সেলিম শের এবং বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার নাঈম উদ্দিন আহমেদ।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com