শিরোনাম
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্রকে গুলি করে হত্যা
প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৭, ১০:১৬
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্রকে গুলি করে হত্যা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্রাষ্ট্রের ক্যানসাস রাজ্যের উচিটা শহরে বাংলাদেশি ছাত্র এম হাসান রহমান বাঁধনকে গুলি করে হত্যা করেছে দুবৃত্তরা। শনিবার রাতে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে উচিটা পুলিশ। সোমবার (২৭ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলন করে এ খবর নিশ্চিত করেছে তারা।


নিহত বাঁধনের গ্রামের বাড়ি গাজীপুর চৌরাস্তা টেরি পাড়ায়। তিনি পরিবারের একমাত্র ছেলে।


সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, উচিটা শহরের সেন্ট্রাল রক রোডের পাশে ৭৮০০ পেজন্ট লাইভ ওক স্ট্রিট অ্যাপার্টমেন্টের সামনে একটি গাড়িতে ২৬ বছরের এক যুবকের মরদেহ পাওয়া গেছে।


পুলিশের ভাষ্য, বাঁধন পিৎজা হাট ডেলিভারির কাজ করতেন। এদিন রাতে পিৎজা ডেলিভারি দিয়ে সঠিক সময়ে পিৎজা সেন্টারে না পৌঁছাতে পিৎজা কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করেন। পরে রোববার বেলা ১১টায় পুলিশ মরদেহ ৭৮০০ পেজন্ট লাইভ ওক স্ট্রিট অ্যাপার্টমেন্টের সামনে তার গাড়ির ট্যাংক থেকে উদ্ধার করেন।


পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা তাকে গুলি করার পর গাড়ির ট্যাংকে ঢুকিয়ে নিয়ে এ এলাকায় ফেলে আসে। পুলিশ নিশ্চিত করেছে, গাড়িটি তার (বাঁধন)। এ ব্যাপারে পুলিশ জনগণের সহযোগিতা কামনা করেছে।


জানা গেছে, বাঁধন বাটলার কমিউনিটি কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাসোসিয়েট শেষ করে আগামী সেশনে ক্যানসাস ইউনিভার্সিটিতে ভর্তির চূড়ান্ত প্রক্রিয়া শেষ করেছিলেন। আগামী ডিসেম্বরে তার কেইউতে ভর্তি হওয়ার কথা ছিল। মা-বাবার একমাত্র সন্তান বাঁধন। স্বপ্নের দেশ আমেরিকায় পড়ালেখা করতে এসে এভাবে লাশ হয়ে ফিরে যাওয়াকে কোনোভাবে মেনে নিতে পারছেন না তার সতীর্থরা।


বিবার্তা/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com