শিরোনাম
মালয়েশিয়ার হাসপাতালে বাংলাদেশী নারীর লাশ
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৭, ১৭:৫২
মালয়েশিয়ার হাসপাতালে বাংলাদেশী নারীর লাশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ায় রাজিয়া নামের এক বাংলাদেশি মহিলার আত্মহত্যার খবর পাওয়া গেছে। তার মরদেহ আমপাং হাসপাতাল মর্গে ১৪ দিন ধরে পড়ে রয়েছে।


পাসপোর্টের ঠিকানা ও পাসপোর্টে উল্লিখিত মোবাইলে বার বার যোগাযোগ করেও কোনো অবিভাবককে না পাওয়ায় তার লাশ দেশে পাঠাতে বিলম্ব হচ্ছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।


রাজিয়া আক্তার (২৩) কুয়ালালামপুরের আমপাং এলাকার একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। গত ৩ অক্টোবর আমপাংয়ের ওই অ্যাপার্টমেন্টর ৮ তলা থেকে ঝাপ দেন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাজিয়া ২০৬ এসএস শাহ রোড বন্দর নারায়নগঞ্জের মো. সানাউল্লাহ ও সুরিয়া বেগমের মেয়ে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।


তবে পাসপোর্টে উল্লিখিত ঠিকানা অনুযায়ী তার অবিভাবকদের পাওয়া যায়নি। রাজিয়া আক্তারের পাসপোর্ট নং : বিএল ০৮৮৯৫১০।


মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের পার্সোনাল অফিসার আফরোজা আক্তার জানান, সব আইনি প্রক্রিয়া শেষ করেও মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা যাচ্ছেনা। গত ১৪ দিন ধরে তাই এই অচলাবস্থা।


পাসপোর্টের ঠিকানা ও পাসপোর্টে উল্লেখিত ০১৯৯১৩৯০৫৪৮ এই মোবাইলে বার বার যোগাযোগ করেও রাজিয়া আক্তারের কোন অবিভাবককে না পাওয়াতেই তার লাশ দেশে পাঠাতে বিলম্ব হচ্ছে।


বিবার্তা/শাহনেওয়াজ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com