শিরোনাম
ফের বিশ্বসেরা বাংলাদেশের হাফেজ মামুন
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৭, ১৫:৩৯
ফের বিশ্বসেরা বাংলাদেশের হাফেজ মামুন
সৌদি আরব প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

এবার সৌদি আরব জয় করে বিশ্বসেরা হলেন বাংলাদেশের কৃতী সন্তান হাফেজ আব্দুল্লাহ আল মামুন। তিনিসৌদি আরবে অনুষ্ঠিত ৩৯তম ‘বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগীতা’য় ৩০ পারা গ্রুফে অংশ নিয়েছিলেন। হাফেজ মামুন ৮০টি দেশের প্রতিযোগীদের মধ্যে সেরা হয়েছেন।


পবিত্র মক্কায় মসজিদুল হারামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, মক্কার গর্ভনর আব্দুল্লাহ বিন বান্দর বিন আব্দুল আজিজ, সৌদি আরবের ধর্মমন্ত্রী শেখ সালেহ বিন আব্দুল আজিজ মোহাম্মদ আলশেখ, মক্কার ইমাম শেখ ড. আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আল সুদেইসসহ আরো অনেকে ।
গত ৩ অক্টোবর আন্তর্জাতিক এই কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষক হাফেজ নাজমুল হাসানের সঙ্গে সৌদি আরব আসেন মামুন। সাথে ছিলেন একই মাদ্রাসার ১৫ পারা গ্রুপের আরেক প্রতিযোগী হাফেজ নাঈমুল হক সাদী, সে ৫ম স্থান অর্জন করে ।


এই নিয়ে তৃতীয় বার বিশ্বসেরা হলেন হাফেজ আব্দুল্লাহ আল মামুন। এ বছরের এপ্রিলে মিশরের রাজধানী কায়রোতে ৫৫টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অর্জন করেন।


এর আগে ২০১৬ সালে দুবাইয়ে অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় এবং ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন ।


সে রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচাস্থ তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র। মামুন কুমিল্লার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের আবুল বাশারের ছেলে।


প্রতিযোগিতায় প্রথম অর্জন করেন সৌদি সৌদি আরবের- আহমদ বিন আব্দুল আজিজ আল ওবাইদান, দ্বিতীয় নাইজেরিয়ার- ফায়সাল মেহাম্মদ, তৃতীয় মিশরের-মোহাম্মদ মোস্তফা আব্দুল ফাত্তাহ, চর্তুথ বাংলাদেশের- আব্দুল্লাহ আল মামুন।


বিবার্তা/সাগর/ইমদাদ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com