শিরোনাম
জাতীয় চার নেতার প্রতি ডেনমার্ক আ. লীগের শ্রদ্ধাঞ্জলি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৬, ১৩:৩৭
জাতীয় চার নেতার প্রতি ডেনমার্ক আ. লীগের শ্রদ্ধাঞ্জলি
ডেনমার্ক প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে সংগঠনের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম উদ্দিনের সঞ্চারনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। আলোচনা অনুষ্ঠানে জাতির পিতাসহ তার আজীবন রাজনৈতিক সহচর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন (অব.) মুনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে গভীর শ্রদ্ধাসহ স্মরণ করে অনুষ্ঠানের শুরুতে ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত যে সব বীর সন্তান দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা বাবু সুভাষ ঘোষ, রাফায়েত হোসেন মিঠু, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সভাপতি নিজাম উদ্দিন, খোকন মজুমদার, নাসির উদ্দিন সরকার, মোহাম্মদ সহিদ, নাসরু হক, যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম টিটু, সফিউল সাফি, কার্যকরী কমিটির সদস্য মোসাদ্দিকুর রহমান রাসেল।



আলোচনা সভায় বক্তারা বলেন, ৩ নভেম্বর জেলহত্যা দিবস, জাতির জীবনে এক কলংকময় দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার পরে খুনি মোশতাক ও জিয়াচক্র এদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে ও যাতে কোনদিন স্বাধীনতার সপক্ষের শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই কারণে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান জেলখানার অভ্যন্তরে জাতীয় চার নেতাকে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। তারা হলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন (অব.) মুনসুর আলী ও এএইচএম কামারুজ্জামান। জেল হত্যাকাণ্ডের পর ওই সময়ই লালবাগ থানায় একটি মামলা করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘ ২১ বছর এ হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার-প্রক্রিয়া বন্ধ রাখা হয়। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার জেলহত্যা মামলার প্রক্রিয়া পুনরুজ্জীবিত করে। এর পর দীর্ঘ আট বছরেরও বেশি সময় বিচারকাজ চলার পর বিগত চারদলীয় জোট সরকারের আমলে ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালত মামলাটির রায় ঘোষণা করেন। রায়ে ২০ আসামির মধ্যে ১৫ সাবেক সেনা কর্মকর্তার শাস্তি এবং অপর ৫ জনকে খালাস দেয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে পলাতক তিন আসামির মৃত্যুদণ্ড এবং অপর ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এখন উচ্চ আদালতে বিচারাধীন আছে। বিচারের রায় কার্যকর হলে জাতি কিছুটা হলেও এ কলংক থেকে মুক্তি পাবে।


তারা বলেন, ৭১’ এর পরাজিত শক্তি এদেশ থেকে বিতাড়িত হয়েছে সত্যি কিন্তু রেখে গিয়েছে তাদের রক্তবীজের ঝাড়। তারা আজ পর্যন্ত বিষাক্ত সাপের মতো সময়-সুযোগ মতো ছোবল দিচ্ছে দেশবাসীকে। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে দেশকে মায়ের মতো আগলে রাখার চেষ্টা করছেন।


বক্তারা সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ জানান ও হামলার সাথে জড়িত সকলের শাস্তি দাবি করেন।


আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বাবু সুভাষ ঘোষ, মাহবুবুল হক, রাফায়েত হোসেন মিঠু, রিয়াজুল হাসনাত রুবেল, জাহিদুল ইসলাম কামরুল, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সভাপতি নিজাম উদ্দিন, খোকন মজুমদার, নাসির উদ্দিন সরকার, জাহিদ চৌধুরী বাবু, মোহাম্মদ সহিদ, নাসরু হক, যুগ্ম-সম্পাদক নাঈম বাবু, নুরুল ইসলাম টিটু, সফিউল সাফি, সাংগঠনিক সম্পাদক সরদার সাইদুর রহমান, মোহাম্মদ সেলিম, গোলাম কিবরিয়া শামীম, ডেনমার্ক আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মোসাদ্দিকুর রহমান রাসেল, রনি, ওমর, আমির জীবন, ফজলে রাব্বি, সামসুল আলম, সোহেল আহমেদ, সাফায়েত অন্তর, শামীম খান, তাসবির হোসেন, মাঞ্জুর আহমেদ মামুন, মনসর আহমেদ, মোহাম্মাদ ইউসুফ, মাসুম বিল্লাহ, শাওন রহমান, সাইদুর রহমান, নাজমুল ইসলাম, আরিফুল ইসলাম, হাসান শাহীন, তুহীন, আরিফুল হক আরিফ, আজাদুর রহমান, রাজ্জাক, নাজমুল হোসেন, দোলনসহ সব নেতা।


সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ডেনমার্ক শাখা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ডেনমার্ক শাখা ও বাংলাদেশ ছাত্রলীগ ডেনমার্ক শাখার সব নেতা।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com