শিরোনাম
‘জেলহত্যা বাঙালির দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়’
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৬, ১১:৫৮
‘জেলহত্যা বাঙালির দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়’
মালয়েশিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গভীর শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে মালয়েশিয়ায় পালিত হয়েছে জেলহত্যা দিবস। দিবসটি উপলক্ষে মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিতবিনতাংয়ের হোটেল সলিলের বলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা জেলহত্যা মামলার সাজাপ্রাপ্ত বাকি খুনিদের দেশে ফেরত এনে ফাঁসি কার্যকরের দাবি জানান।

 

মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত নতুন কমিটির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক শাহিন সরদার এবং সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হক জোসেফের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না। সভার শুরুতেই জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

এসময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আস্থাভাজন ছিলেন এই চার নেতা। তারা বঙ্গবন্ধুর অবর্তমানে বাংলাদেশকে সঠিক দিক নির্দেশনা দিয়ে ৭১’র মহান মুক্তি সংগ্রামে ভূমিকা রেখেছিলেন। বাঙালি জাতি আজ তাদের শ্রদ্ধার সাথে স্বরণ করছে।

 

বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন তা আজ আর স্বপ্ন নয়, বাস্তবে রূপান্তর হতে চলেছে।

 

সমাপনী বক্তব্যে প্রস্তাবিত কমিটির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন মুকুল বলেন, জেলহত্যা দিবস বাঙালি জাতির জীবনে দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়।

 

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি আরো বলেন, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করা।  

 

উল্লেখ্য, জেলহত্যা মামলার সাজাপ্রাপ্ত ১৫ আসামির মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় চার জনের ফাঁসি ইতিমধ্যে কার্যকর হয়েছে। বাকি ১১ জন এখনও বিদেশে পলাতক।

 

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্বা শওকত হোসেন পান্না, কামরুজ্জামান কামাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক অহিদুর রহমান অহিদ।

 

এসময় আরো বক্তব্য দেন রাশেদ বাদল, মাহতাব খন্দকার, মনিরুজ্জামান মনির, শফিকুর রহমান চৌধুরী, হুমায়ূন কবির, আব্দুল করিম, হাজী আব্দুস সাত্তার, হাজী জাকারিয়া, হাবিবুর রহমান, কাইয়ূম সরকার, মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক তাজকির আহমদ, প্রকৌশলী মাহবুবুর রহমান, শাখাওয়াত হক জোসেফ, সাইফুল ইসলাম সিরাজ, রুহুল আমিন, আব্দুল বাতেন, ফারজানা সুলতানা, শাহ আলম শাখা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল মতিন, সুবাংজায়া আওয়ামী লীগের সভাপতি ওমর আলী ভূইয়া, পটুয়াখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাছুম বেপারি, মালয়েশিয়া যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, মানসুর আল বাশার সোহেল, মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোনায়েম খান, সহ-সভাপতি এস কে মুকুল, সেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন, মালয়েশিয়া ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম ওয়াজেদ, রাসেল শিকদার, কুয়ালালামপুর ছাত্রলীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মাছুম প্রমুখ।

 

বিবার্তা/আরিফুজ্জামান/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com