শিরোনাম
স্টকহোমে ঘাতক দালাল নির্মূল কমিটির সেমিনার
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৩
স্টকহোমে ঘাতক দালাল নির্মূল কমিটির সেমিনার
সুইডেন প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঘাতক দালাল নির্মূল কমিটি সুইডেন শাখার আন্তর্জাতিক সভা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। এদিন সকাল সাড়ে ৯টায় স্টকহোমের রয়েল ইনস্টিটিউট অফ টেকনোলজির সেমিনার কক্ষে এ সভার আয়োজন করা হয়েছে।


সভার আলোচ্চ বিষয় ‘ইউরোপের মুসলিম সমাজের ধর্মীয় উগ্রবাদ ভিত্তিক আদর্শ এবং কর্মকাণ্ড নিরোধ ও প্রতিকার’।


সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবির।


অন্যান্য আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত থাকবেন সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব নাজমুল ইসলাম, সুইডিশ পার্লামেন্টের লিবারেল সদস্য ও প্রাক্তন এইউ মন্ত্রী, আনা লিন্ডেনফোর্স (সুইডিশ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল), আনা লিভিয়ন ইংভারসন (সুইডিশ পেন ইন্টারন্যাশনালের জেনারেল সেক্রেটারি), আইনজীবী মোনা স্ট্রিন্ডব্যারি (জাতিসংঘ সংস্থার উপসালা অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি), সৈয়দ আসিফ সাহকার (প্রাক্তন বিচারক স্টকহোল্মলেন), উল্ফ ক্রিস্টারসন (মানবাধিকার সংগঠন) সহসুইডেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতাকর্মীরা।


ঘাতক দালাল নির্মূল কমিটি সুইডেন শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকতার এম জামান এবং সাধারণ সম্পাদক তরুন কান্তি চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত সভায় সুইডেনে বসবাসরত বাঙালিদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।


বিবার্তা/বিদ্যুৎ/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com