শিরোনাম
মালয়েশিয়ায় পাচারচক্রের কবল থেকে ১৪ বাংলাদেশি উদ্ধার
প্রকাশ : ২১ জুলাই ২০১৭, ২১:০২
মালয়েশিয়ায় পাচারচক্রের কবল থেকে ১৪ বাংলাদেশি উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মানবপাচারকারী চক্রের কবল থেকে ১৪ বাংলাদেশিকে উদ্ধার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার কুয়ালালামপুরের আমপাং এলাকার একটি বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করা হয়।


মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সিরি মুস্তাফার আলি জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে স্পেশাল অপারেশন্স ইন্টিলিজেন্স বিভাগের একটি দল অভিযানে তাদেরকে উদ্ধার করা হয়েছে। তিন বাংলাদেশি মানপাচারকারীদের এজেন্ট হিসেবে কাজ করছিল। তারাই ওই ১৪জনকে বাড়িটিতে আটকে রেখেছিল। এদের তিনজনকে ওই বাড়ি থেকেই আটক করা হয়েছে।


এক বিবৃতিতে মুস্তাফার আলি বলেছেন, ইমিগ্রেশন দলটি দুটি কক্ষে ১৪ জনকে গাদাগাদি করে রাখা অবস্থায় দেখতে পেয়েছে। তাদের কাছে থেকে ২০টি ফোন এবং এক এজেন্টের কাছ থেকে ২৮ হাজার ৫০০ রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা) উদ্ধার করা হয়েছে। ওই ১৪ জনের কাছ থেকে অর্থ পাওয়ার আগ পর্যন্ত এজেন্টরা তাদেরকে আটকে রাখতে চেয়েছিল। সূত্র : রয়টার্স


বিবার্তা/তৌসো/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com