শিরোনাম
মালয়শিয়ায় দেড় শতাধিক শ্রমিক আটক
প্রকাশ : ১১ জুলাই ২০১৭, ০৩:৪৫
মালয়শিয়ায় দেড় শতাধিক শ্রমিক আটক
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ায় অব্যাহত অভিযানে বাংলাদেশিসহ আরো দেড় শতাধিক অবৈধ শ্রমিককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।


সোমবার গভীর রাতে কুয়ালালামপুরের টাইমস স্কয়ারের আশপাশে এবং লইয়াট প্লাজাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব শ্রমিককে আটক করা হয়।


গত ১ জুলাই মধ্য রাত থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি অবৈধ শ্রমিক আটক করা হয়েছে। এর মধ্যে দেড় শতাধিক বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে।


দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী বলেছেন, মালয়েশিয়ার সার্বভৌমত্ব রক্ষায় অভিবাসন কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে।


দেশটিতে অব্যাহত অভিযানে আতংকিত সে দেশে কর্মরত প্রবাসী শ্রমিক ও তাদের পরিবার।


অতি দ্রুত এই সমস্যা সমাধানে ১০ জুলাই দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা ছিল দূতাবাসের। কিন্তু সকালেই ইমিগ্রেশন বিভাগ থেকে জানিয়ে দিয়েছে ১০ জুলাইয়ের পরিবর্তে আগামী ১৭ জুলাই ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা চলমান সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা আলোচনায় বসবেন।


বিবার্তা/সোহেল/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com