শিরোনাম
কানাডায় ঈদুল ফিতর উদযাপিত
প্রকাশ : ২৬ জুন ২০১৭, ০৩:৪২
কানাডায় ঈদুল ফিতর উদযাপিত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

যথাযোগ্য মর্যাদায় কানাডার বিভিন্ন প্রদেশের শহরগুলোতে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। রবিবার সকালে কানাডার প্রতিটি প্রভিন্সের ছোট-বড় শহরে একাধিক স্থানে ঈদ জামাতে অংশ নেন বাংলাদেশীসহ অন্যান্যদেশের মুসলমানরা।


কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডাসহ সারা বিশ্বের মুসলমানদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।


ক্যুইবেকে লং হলিডে এবং কানাডায় সরকারি ছুটির দিন রবিবার ঈদ হওয়ায় বাংলাদেশীসহ কানাডায় বসবাসরত বিভিন্ন দেশ থেকে আগত মুসলিমদের জন্য এবছরের ঈদ উৎসব ছিলো ভিন্ন আমেজের।


প্রতিটি শহরেই বড় বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতেই বিপুল সংখ্যক বাংলাদেশীসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম নারী-পুরুষ শিশুরা অংশগ্রহণ করে। রঙ-বেরঙের বাহারি পোশাক বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের ঐহিত্যবাহি পাঞ্জাবি-পায়াজামা মাথায় টুপি পরা বিপুল সংখ্যক মুসলিমদের একত্রে নামাজে অংশগ্রহণের দৃশ্য স্থানীয়দের চমকিত করেছে।


প্রায় প্রতিটি শহরের ঈদের জামাতের পূর্বে কানাডার মন্ত্রী, এমপি, মেয়র, ডেপুটি মেয়র, সিটি কাউন্সিলর, বিভিন্ন দলের রাজনীতিবিদসহ সরকারের বিশেষ দূতরা মতবিনিময় এবং ঈদের শুভেচ্ছা জানান। সুষ্ঠুভাবে ঈদের জামাত সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়।


বিবার্তা/সুজন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com