শিরোনাম
বৈধতা চেয়ে পর্তুগালে অভিবাসীদের বিক্ষোভ
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৬, ১৬:৩১
বৈধতা চেয়ে পর্তুগালে অভিবাসীদের বিক্ষোভ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অভিবাসন আইন পরিবর্তন না করা এবং বৈধতার দাবিতে পর্তুগালের জাতীয় পার্লামেন্ট সাও বেন্তো প্যালেস’র সামনে ‘সলিডারিটি ফর ইমিগ্রান্ট’র ব্যানারে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ইপিবি পর্তুগাল, বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনসহ বিভিন্ন দেশের হাজারো অভিবাসীরা এতে অংশ নেন। পার্লামেন্টে শুরু হওয়া ইমিগ্রেশন বিষয়ে এবং অভিবাসন আইনের পরিবর্তন বিষয়ে এক বিতর্ক চলাকালে অভিবাসী প্রত্যাশীরা এ বিক্ষোভ করেন।

 

এসময় প্রবাসীদের হাতে ছিল ‘পর্তুগালে সমান নাগরিক অভিবাসী’, ‘দাসত্বের বিরুদ্ধে ইমিগ্রান্টস’, ‘বিতাড়ন সমাধান নয়’, ‘একটি ভিসা’, ‘সমান কাজ, সমান বেতন’- ইত্যাদি লেখা সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড।

 

বিক্ষোভে অংশ নেয়া বাংলাদেশী আমির হোসেন এবং জুয়েল বলেন, আমরা এখানে একজন সাধারণ কর্মীর মতোই কাজ করছি। এখানে বসবাসের জন্য সকল বাধ্যবাধকতা পূরণ করছি। তারপরও পরিস্থিতির হঠাৎ পরিবর্তন বুঝতে পারছি না।

 

বিক্ষোভে অংশ নিয়ে ‘সলিডারিটি ইমিগ্র্যান্টস’র সভাপতি তিমোতেও মাচেদো বলেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলন থেকে আমরা সরব না। অভিবাসীদের বিভিন্ন মানবিক দাবি নিয়ে আমরা আজ পার্লামেন্টের সামনে দাঁড়িয়েছি। আজকের এই কর্মসূচির আমাদের দাবি আদায়ের পথ দেখাবে।​ এটি আমাদের দাবির পক্ষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

তিনি আরো বলেন, অভিবাসী বান্ধব আইনের আর্টিক্যাল ৮৮ বহাল না রাখলে বৈধতার জন্য অপেক্ষমানরা ছাড়াও দীর্ঘদিন ধরে পর্তুগালে বসবাসরত অভিবাসীরাও সমস্যায় পড়বেন।

 

আগামী ১৩ নভেম্বর মাতৃম মনিসে (বাংলাদেশী পাড়া বলে খ্যাত) আরেকটি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়ে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা হাল ছাড়ছি না।

 

উল্লেখ্য, ইমিগ্রেশন আইনের ধারা ৮৮ বহাল থাকবে কি না- এ নিয়ে ২৭ অক্টোবর শুরু হওয়া পার্লামেন্টে বিতর্ক চলছে। অভিবাসীবান্ধব এই ধারা বহাল রাখার দাবিতেই বিক্ষোভটি অনুষ্ঠিত হয়।

 

বর্তমানে প্রায় ২০ হাজার বাংলাদেশী পর্তুগালে বসবাস করলেও তাদের বিরাট একটি অংশ এখনও বৈধতা পাননি। নিয়মিত ট্যাক্স দিয়েও সাম্প্রতিক সময়ে রেসিডেন্ট কার্ড পেতে বেগ পেতে হচ্ছে তাদের।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com