শিরোনাম
রমজানে মালয়েশিয়ায় হাইকমিশনের সময়সূচির পরিবর্তন
প্রকাশ : ২৬ মে ২০১৭, ০৯:১৬
রমজানে মালয়েশিয়ায় হাইকমিশনের সময়সূচির পরিবর্তন
শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে
প্রিন্ট অ-অ+

পবিত্র রমজান মাস উপলক্ষে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। জানা গেছে, রমজানের প্রথম দিন থেকে অফিসের এই নতুন সময়সূচি কার্যকর হবে।


শনি ও রবিবার হাইকমিশন বন্ধ থাকলেও সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত। এছাড়া নামাজের জন্য দুপুর ১টা ৩০ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট অর্থাৎ ১৫ মিনিট বিরতি রাখা হয়েছে। এছাড়া শুক্রবার সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত আবার ২টা থেকে ৪:৩০টা পর্যন্ত নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। দুপুরে জুমার নামাজের জন্য ১ ঘণ্টা বিরতি রাখা হয়েছে। দূতালয় প্রধান ওয়াহিদা আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।


উল্লেখ্য, মালয়েশিয়ার কুয়ালালামপুরের জালান পাহাংয়ে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ছিল।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com