শিরোনাম
স্বদেশ ফোরামের আয়োজনে নিউইয়র্কে সাহিত্য আসর
প্রকাশ : ২৪ মে ২০১৭, ১১:৪১
স্বদেশ ফোরামের আয়োজনে নিউইয়র্কে সাহিত্য আসর
নিউইয়র্ক প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘সাহিত্য জীবনের প্রতিচ্ছবি। সাহিত্য চর্চা মানেই সত্য সুন্দরের সাধনা। সাহিত্যের মাধ্যমেই সুখ-দুঃখ, হাসি-কান্না ফুটে ওঠে। মাতৃভাষা ও মাতৃভূমির টানে প্রবাসে লেখকরা ব্যস্ত জীবনের ফাঁকে সাহিত্য চর্চায় নিজেদের সম্পৃক্ত রেখে দেশ-মা-মাটি শিকড়ের সন্ধানে কাজ করছেন।’  

 

সোমবার বিকেলে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরামের আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ বাংলাদেশ প্লাজা মিলনায়তনে সাহিত্য আসর ও সভায় আলোচকরা উপরোক্ত কথাগুলো বলেন।

 

স্বদেশ ফোরামের সভাপতি কবি অবিনাশ চন্দ্র আচার্যের সভাপতিত্বে আয়োজিত সাহিত্য আসর ও সভায় অতিথি ছিলেন আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সভাপতি, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সমাজ সেবী শিবতোষ চক্রবর্তী।

 

আলোচনা ও লেখা পাঠে অংশ নেন সুফিয়ান আহমদ চৌধুরী, আবুল বাশার, জাকির হোসেন বাচ্চু, কাজী জামান, অ্যাডভোকেট এমাদ উদ্দিন, অধ্যাপক সুধীর দাশ, আহমেদ শামসুদ্দিন কুটি, মোহাম্মদ আব্দুল জলিল, সৈয়দ সিদ্দিকুল হাসান ও কুতুব আলী প্রমুখ।

 

সমগ্র সাহিত্য আসর পরিচালনা ও উপস্থাপনা করেন স্বদেশ ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুফিয়ান আহমেদ চৌধুরী।

 

বিবার্তা/আছিয়া/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com