শিরোনাম
মালয়েশিয়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
প্রকাশ : ২২ মে ২০১৭, ১৬:২৪
মালয়েশিয়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
মালয়েশিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রবিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি আলহাজ মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হক জোসেফ ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক মানসুর বাশার সোহেলের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক আহ্বায়ক সোহরাওয়ার্দী হোসেন সারওয়ার।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে ১৯৮১ সালের এই দিনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশে ফেরেন। সারা দেশের লাখো মানুষ তাকে স্বাগত জানাতে ঢাকায় সমবেত হয়, ভালোবাসায় সিক্ত হন বঙ্গবন্ধুকন্যা।

 

মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি আলহাজ মকবুল হোসেন মুকুল বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী জাতীয় নির্বাচনে নিজ নিজ এলাকায় দলীয় প্রার্থীর বিজয় তরান্বিত করতে প্রত্যেক প্রবাসীর পরিবারকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ২০১৯ সালের নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে জয়ী করে শেখ হাসিনাকে ‘চতুর্থ বারের প্রধানমন্ত্রী’ বানানোর প্রত্যাশায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইসাথে সুদূর এই প্রবাসেও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী তথা শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র সংঘবদ্ধভাবে মোকাবেলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

 

সাধারণ সম্পাদক আলহাজ কামরুজ্জামান কামাল বলেন, ‘দেশের মানুষের কল্যাণের প্রশ্নে বঙ্গবন্ধু যেমন কারো সাথেই আপস করেননি। ঠিক একই দৃঢ়চেতা নিয়ে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে উঠিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আমরা তার দীর্ঘায়ু কামনা এবং দেশ-বিদেশে বাংলাদেশের উন্নয়নবিরোধী যেকোনো ষড়যন্ত্র ঐক্যভাবে রুখে দেয়ার প্রত্যয় ব্যক্ত করছি।’

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, আব্দুল করিম, দাতু আকতার হোসেন, মামুনুর রশিদ, মনিরুজ্জামান মনির, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহাজান মিয়া, কামাল হোসেন, সাইফুল ইসলাম সিরাজ, মুরাদ চৌধুরী, ফারজানা সুলতানা, যুবলীগের আহ্বায়ক তাজকীর আহমেদ, এম রেজাউল হক লায়ন,  মাহবুবুল আলম রুবলে, মাহবুবুল আলম কাজল, ফরহাদ হোসেন,  শ্রমিক লীগ সভাপতি নাজমুল ইসলাম বাবুল, শাহআলম হাওলাদার, জাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন সেলিম, ছাত্রলীগ নেতা রাসেল শিকদার প্রমুখ।

 

বিবার্তা/আরিফ/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com