শিরোনাম
‘হিমালয় ও বঙ্গবন্ধুকে দেখিনি, শেখ হাসিনাকে দেখেছি’
প্রকাশ : ২০ মে ২০১৭, ১৫:০১
‘হিমালয় ও বঙ্গবন্ধুকে দেখিনি, শেখ হাসিনাকে দেখেছি’
কানাডা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সদ্য নির্বাচিত কানাডা ছাত্রলীগের সভাপতি টরেন্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওবায়দুর রহমান বলেছেন, ‘৭৫ পরবর্তী সময়ে আমরা যারা জন্মগ্রহণ করেছি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখার সৌভাগ্য আমাদের হয়নি। কিন্তু শেখ হাসিনাকে দেখার সৌভাগ্য আমাদের হয়েছে।’

 

কিউবান বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রোর সেই মহান উক্তি অনুকরণে তিনি বলেন, ‘আমরা হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকেও দেখিনি কিন্তু শেখ হাসিনাকে দেখেছি।’

 

১৭ মে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঐতিহাসিক ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টরেন্টোর ড্যানফোর্থে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ, কানাডা শাখার নব-নির্বাচিত নেতৃবৃন্দ। ওই সভায় ওবায়দুর রহমান এসব কথা বলেন।

 

তিনি অঙ্গীকার করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে কানাডা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী নিরলসভাবে পরিশ্রম করে যাবে।’

 

কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন কানাডা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হুরাইরা আশিক। প্রধান অতিথি ছিলেন কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স, প্রধান বক্তা ছিলেন কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আব্দুল গফফারসহ কানাডা আওয়ামী লীগ, কানাডা মহিলা লীগ, অন্টারিও আওয়ামী লীগ, টরেন্টো আওয়ামী লীগ ও কানাডা ছাত্রলীগের অন্য নেতৃবৃন্দ।

 

 

কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আব্দুল গফফার বলেন, ‘আজ থেকে তিন যুগ আগে ১৯৮১ সালের ১৭ মে লাখো জনতার সমাবেশে শেখ হাসিনা যে কথা দিয়েছিলেন, আজও তিনি তা অক্ষরে অক্ষরে পালন করছেন। শেখ হাসিনার নেতৃত্বেই আজকের ডিজিটাল বাংলাদেশ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোলমডেল হিসেবে পরিচিত।’

 

প্রধান অতিথির বক্তব্যে কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স ৭৫ পরবর্তী ঘটনার চুলচেরা বিশ্লেষণ করেন। বঙ্গবন্ধু হত্যার পর বিপর্যস্ত হয়ে পড়া বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরা শেখ হাসিনার সংগ্রামী জীবনের বর্ণনা দেন। 

 

তিনি বলেন, ‘সভাপতি নির্বাচিত হওয়ার পর ১৯৮১ সালের ১৭ মে যখন নেত্রী দেশে ফেরেন, ঝড় বৃষ্টি উপেক্ষা করে ঢাকায় লাখো জনতার ভিড় দেখে মনে হচ্ছিলো মুজিবের সেই বাংলায় প্রত্যাবর্তন। সেদিনের সেই লাখ লাখ জনতা শেখ হাসিনার মাঝে বঙ্গবন্ধুর ছায়া দেখেছিল, আশায় বুক বেঁধেছিল নতুন দিনের, স্বপ্ন দেখেছিল উন্নত ও শক্তিশালী একটি গণতান্তিক দেশের। সেদিনের সেই স্বপ্ন আজ বাস্তব। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে নিয়ে কঠোর সংগ্রাম আর পরিশ্রমের মাধ্যমে শেখ হাসিনা কল্পনাকে হার মানিয়ে বাংলাদেশকে ডিজিটাল বাংলায় পরিণত করেছেন।’

 

কানাডা ছাত্রলীগের কমিটি অনুমোদনের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনকে ধন্যবাদ জানান তিনি।

 

আলোচনা  সভায়  আরো  বক্তব্য  দেন  কানাডা  আওয়ামী লীগ নেতা  জসীম উদ্দিন,  লিটন মাসুদ,  আশিস নন্দী, নেতাই ঘোষ, রাধিকা রঞ্জন,  সোহেল শাহরিয়ার রানা, মুরশেদ  মুক্তা,  কামরুল ইসলাম, কানাডা  ছাত্রলীগের সহ-সভাপতি  তানভীর আহমেদ, খালিদ সফিউল্লাহ,  যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা, সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শিকদার তৌফিকুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ।

 

বিবার্তা/সোহেল/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com