শিরোনাম
প্রবাসীদের কারণেই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি: এমএ গনি
প্রকাশ : ১৭ মে ২০১৭, ০৮:৪২
প্রবাসীদের কারণেই দেশের  অর্থনৈতিক সমৃদ্ধি: এমএ গনি
অনিক আহমেদ, মাদ্রিদ থেকে
প্রিন্ট অ-অ+

স্পেন আওয়ামী লীগ আয়োজিত কর্মীসম্মেলনে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ গনি বলেন, প্রবাসীদের পাঠানো অর্থ বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রবাসের বহু কষ্টে অর্জিত অর্থ বাংলাদেশে আত্মীয়স্বজনের জন্য পাঠানো হয়। তাদের অনেক আবদার পূরণ করা হয়। তাই আগামী বাংলাদেশের নির্বাচনে আপনারা আপনাদের আত্মীয় পরিচিতদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিতে বলবেন। উন্নয়নের নেত্রী, বিশ্বনন্দিত নেত্রী শেখ হাসিনার উন্নয়নের অব্যাহত যাত্রাকে ধরে রাখতে হবে। প্রবাসী আওয়ামী পরিবারদের ঐক্যবদ্ধ হতে হবে। স্পেন আওয়ামী লীগের বর্তমান কমিটি সম্মেলনের কোন প্রকার প্রস্তুতি গ্রহণ করেনি এবং কর্মীদের অনেক অভিযোগ সত্য প্রমাণিত হয়। স্পেন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় সম্মেলনটি কর্মী সম্মেলনে পরিণত হয়। স্পেন আওয়ামী লীগ সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে উল্লেখ করে কর্মী সম্মেলন সমাপ্ত হয়।



বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগ সাবেক সভাপতি রফিকুল্লাহ, সুইডেন সভাপতি মনজুর হাসান, বেলজিয়াম সভাপতি শহিদুল হক, হল্যান্ড সভাপতি শাহাদাত হোসেন তপন, পর্তুগাল সভাপতি জহিরুল আলম জসিম, গ্রিস সভাপতি রাকিব মৃধা, ডেনমার্কের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, পর্তুগালের সাধারণ সম্পাদক শওকত ওসমান, গ্রিসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাদ মাতবর। এছাড়া বক্তব্য রাখেন পর্তুগালের মহসিন ভূঁইয়া, স্পেনের আখতার হোসেন আতা, এএসআই রবিন, দুলাল সাফা, রিজভী আলম, জাকির হোসেনসহ অনেকে। স্পেন আওয়ামী লীগ সভাপতি শাকিল খান পান্না অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন ও আব্দুর রহমান যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com