শিরোনাম
যুক্তরাষ্ট্রে কিরাত প্রতিযোগিতা
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১২:৩০
যুক্তরাষ্ট্রে কিরাত প্রতিযোগিতা
নিউইয়র্ক প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের জ্যামাইকা মুসলিম সেন্টারে শনিবার বাদ আছর আইটিভি ইউএসএ- নাবিক আয়োজিত দ্বিতীয় বার্ষিক কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
 

মিজবাহ্ মাহমুদের উপস্থাপনায় আইটিভির মুহাম্মদ শহীদুল্লাহর পরিচালনায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হিলসাইড মুসলিম সেন্টারের ইমাম মাওলানা ওলিউল্লাহ, জেএমসি ইয়ুথ হাফিজ মির্জা জোনাইদ বেগ ও আব্দুল আজিজ ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারি জেনারেল মনজুর চৌধুরী। উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য সাবুল উদ্দিন।


প্রায় ১২টি মসজিদ, স্কুল ও ইসলামিক সেন্টারের ২৭ জন প্রতিযোগী কিরাত প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী ঘোষণা ও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সনদ প্রদান করা হয়।


কিরাত প্রতিযোগিতা ফাইনাল রাউন্ড জ্যামাইকাস্থ আল-আরাফা মসজিদে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত বিজয়ীদেরকে ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় ১৯ নভেম্বর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেয়া হবে। প্রথম পুরস্কার এক হাজার ডলার, দ্বিতীয় ৭৫০ ডলার ও তৃতীয় পুরস্কার ৫০০ ডলার হিসেবে থাকবে।  


কুইন্স ওয়েস্ট জোনাল প্রতিযোগিতা ২৮ অক্টোবর লং আইল্যান্ডসিটিস্থ আল-আমিন জামে মসজিদ, ব্রঙ্কস জোনাল প্রতিযোগিতা ২৯ অক্টোবর পাকচেস্টার ইসলামিক সেন্টার, ব্রুকলিন জোনাল প্রতিযোগিতা ৫ নভেম্বর ব্রুকলেইন ইসলামিক সেন্টার, ম্যানহাটন ও স্ট্রেটেন আইল্যান্ড জোনাল প্রতিযোগিতা ১২ নভেম্বর আসসাফা ইসলামিক সেন্টার, ফাইনাল প্রতিযোগিতা ১৩ নভেম্বর জ্যামাইকাস্থ আল-আরাফা ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে আইটিভি ইউএসএ- নাবিক আয়োজিত এই কিরাত প্রতিযোগিতা দ্বিতীয়বারের মতো সবচেয়ে বেশিসংখ্যক মসজিদ, ইসলামিক সেন্টার ও স্কুলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে। বিস্তারিত জানতে মিজবাহ্ মাহমুদ (৩৪৭-২৬৪-৮১১১) অথবা আইটিভি ইউএসএ (২১২-৭২৯-০৬১০) যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।


বিবার্তা/খোকন/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com