শিরোনাম
নিউইয়র্ক মাতিয়েছে ‘পৌষ মাসের পিরিত’
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১৫:১২
নিউইয়র্ক মাতিয়েছে ‘পৌষ মাসের পিরিত’
নিউইয়র্ক প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নিউইয়র্কের মুভি থিয়েটারে মাঝে মাঝে বাংলা ছবির প্রদর্শনী হলে মন্দ হয় না। যারা দীর্ঘদিন এসব ছবি দেখার সুযোগ পান না তারা ছুটে যান। কখনো উপভোগ করেন; কখনো হতাশ হন।

 

গত রবিবার সকাল থেকেই ঝিরঝির বৃষ্টি সত্ত্বেও সংস্কৃতিপ্রেমীরা ভিড় করেছিলেন জ্যামাইকা এভিনিউয়ের মাল্টিপ্লেক্সের সিনেমা হলে। ‘পৌষ মাসের পিরিত’ ছবির প্রিমিয়ার দেখতে। প্রথমে সিদ্ধান্ত ছিল ২৫০ আসনের হলে ছবিটি প্রদর্শন হবে। আগাম টিকেট বিক্রির তথ্য ও শো’র আগে দর্শক উপস্থিতি কর্তৃপক্ষকে সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য করে। ৫০০ আসনের হলে ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করতে হয় শেষ পর্যন্ত। হল কানায় কানায় ভর্তি না হলেও আয়োজকরা পেয়েছেন আশাতীত সাড়া। 

 

ছবির নায়ক টনি ডায়েস নিজের প্রচেষ্টায় ছবি এনে প্রদর্শনীর ব্যবস্থা করে নিউইয়র্কের সংস্কৃতিপ্রেমী প্রবাসীদের কাছে প্রশংসিত হয়েছেন। তিনি বললেন, চেষ্টা করলে সফলতা আসবেই। তিনি ধন্যবাদ জানান ড্রামা সার্কেলের নেতৃবৃন্দকে শো আয়োজনে সহযোগিতার জন্য।

 

শো’তে ঢাকা থেকে উপস্থিত ছিলেন ছবিটির পরিচালক, জাতীয় পুরস্কার বিজয়ী নার্গিস আক্তার, নিউইয়র্কের কনসাল জেনারেল শামীম আহসান, ড্রামা সার্কেলের নার্গিস আহমেদ, ড. দেলোয়ার হোসেন ও আবীর আলমগীর, অভিনেতা খুরশীদুজ্জামান উৎপল, নিউইয়র্কের কনসাল জেনারেল শামীম আহসান, সঙ্গীত ব্যক্তিত্ব নাদিম আহমেদ, বিশিষ্ট সংস্কৃতিক, মডেল ও মিডিয়া সংগঠক নিসার জামিল শুড্ডু, মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল মুকিত চৌধুরী, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি সিনিয়র সাংবনদিক হাকিকুল ইসলাম খোকন,  রাজনীতিক জাকারিয়া চৌধুরী, ব্যবসায়ী শিবলী, বাংলাভিশনের প্রোগ্রাম হেড শামীম সাহেদ প্রমুখসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ  এবং আরো অনেকেই। এ যেন সংস্কৃতিপ্রেমীদের মিলন মেলা।

 

 

সেপ্টেম্বরে বাংলাদেশের বিভিন্ন হলে মুক্তি পাওয়া ‘পৌষ মাসের পিরিত’ শুরুর আগে সম্মাননা জানানো হয় ছবির পরিচালক নার্গিস আক্তারকে। প্রায় হলভর্তি প্রবাসীদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের আগে পরিচালক নার্গিস আক্তারের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের অতিথি নিউইয়র্কের কনসাল জেনারেল শামীম আহসান, ছবির নায়ক টনি ডায়েস, আয়োজক ড্রামা সার্কেলের নার্গিস আহমেদ, ড. দেলোয়ার হোসেন ও আবীর আলমগীর।

 

পরের রবিবার ডালাসের রিচার্ডসন শহরে ছবিটি প্রদর্শিত হয়েছে ফান এশিয়া থিয়েটারে। ছবির পরিচালক নার্গিস আক্তার এবং অভিনেতা টনি ডায়েস সেখানে উপস্থিত ছিলেন।  

 

বিবার্তা/খোকন/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com