শিরোনাম
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক মাদ্রিদে লাঞ্ছিত
প্রকাশ : ০৩ মে ২০১৭, ১৭:১৬
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক মাদ্রিদে লাঞ্ছিত
স্পেন প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেক মাদ্রিতে লাঞ্ছিত হয়েছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ মে মঙ্গলবার বিকেলে মাদ্রিদের লাভাপিয়েসের ‌বাংলা টাউন রেস্টুরেন্টে মাদ্রিদ বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বক্তব্যের একপর্যায়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন আব্দুল মালেক।


এ সময় মতবিনিময় সভাস্থলের অদূরে অবস্থান করা আওয়ামী লীগের কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের বিক্ষুব্ধ কর্মীরা দলীয় স্লোগান দিয়ে আব্দুল মালেককে গালিগালাজ করেন। ডিম ছুড়ে মারেন।


এতে সমাবেশস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মাদ্রিদ বিএনপি বিক্ষোভ মিছিল করে।


এ ব্যাপারে স্পেন আওয়ামী লীগের অন্যতম নেতা রিজভী আলম বলেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেক দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আসছেন। সেই মিথ্যাচারের ধারাবাহিকতায় মাদ্রিদেও বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ার চেষ্টা করলে তার প্রতিবাদে আমাদের কর্মীরা তাকে লাঞ্ছিত করেছে।


এ ব্যাপারে বিএনপির একাধিক সিনিয়র নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করতে চাইলেও তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া না জানিয়ে পরে কথা বলবেন বলে তারা ফোন রেখে দেন।


স্পেন আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি হিসেবে রাত ১১টায় স্থানীয় মাতৃভূমি রেষ্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন স্থলে আকস্মিকভাবে জামাত-বিএনপির কিছু উচ্ছৃঙ্খল কর্মী পূর্বপরিকল্পনা অনুযায়ী হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে স্পেন জামায়াতের অন্যতম ক্যাডার আল মামুন যার নামে বাংলাদেশে একাধিক খুনের মামলা রয়েছে, গণপিটুনি খেয়ে পিছু হটতে বাধ্য হন।


পথিমধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে স্প্যানিশ আইন ভঙ্গ ও নাশকতা সৃষ্টির অপরাধে জামায়াতের ক্যাডার আল মামুন, কামরুজ্জামান সুন্দর ও সাব্বির নামে তিন জনকে গ্রেতার করে থানায় নিয়ে যায়। এদের প্রত্যেকের নামে পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে।


জানা গেছে, জামায়াতের ক্যাডার আল মামুন বাংলাদেশে নাশকতা সৃষ্টির জন্য প্রচুর অর্থ পাঠিয়ে থাকেন।


শেষ খবর পাওয়া পর্যন্ত মাদ্রিদে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সব ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে প্রস্তুত রয়েছে বলে জানা যায়।


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com