শিরোনাম
সৌদিতে হিফজুল প্রতিযোগিতায় বাংলাদেশী কিশোর
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১০:০৫
সৌদিতে হিফজুল প্রতিযোগিতায় বাংলাদেশী কিশোর
সৌদি আরব প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সৌদি আরবের মক্কায় শুক্রবার থেকে শুরু হয়েছে ৩৮তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা। এবারের কোরআন প্রতিযোগিতায় ১৫ পারা গ্রুপে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন ৯ বছর বয়সী কিশোর হাফেজ ইয়াকুব হোসাইন তাজ।

 

১৭০টি দেশের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই কোরআন প্রতিযোগিতায়। প্রতিযোগিতাটি শেষ হবে ২৮ অক্টোবর শুক্রবার।

 

চাঁদপুরের কৃতি সন্তান হাফেজ ইয়াকুব মঙ্গলবার প্রতিযোগিতায় অংশ নিতে সৌদি আরব এসেছেন। তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্র এই কিশোর হাফেজ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাছাই প্রতিযোগিতায় গত মে মাসে নির্বাচিত হন। পুরো কোরআন মুখস্থ করতে তার সময় লেগেছে মাত্র এক বছর ৭ মাস।

 

বিবার্তা/সাগর/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com