শিরোনাম
গুণীজন সম্মাননা প্রাপ্তিতে এমএ গনিকে অভিনন্দন
প্রকাশ : ০৩ মে ২০১৭, ০৭:৫৫
গুণীজন সম্মাননা প্রাপ্তিতে এমএ গনিকে অভিনন্দন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ গনি জনপ্রিয় অনলাইন পত্রিকা বিবার্তা গুণীজন সম্মাননা ২০১৭ প্রাপ্তিতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ ও প্রবাসের আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী অভিনন্দন জানিয়েছেন।


বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, প্রবাসে মুক্তিযুদ্ধ সময়কালীন লন্ডন থেকে বাংলদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে অনন্য ভূমিকার জন্য আপনার প্রতি যে সন্মান জানিয়েছেন তাতে আমরা প্রবাসী বাঙালিরা গর্বিত, সম্মানিত ও গৌরবান্বিত। প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষের জাতির জনকের আদর্শের সন্তানদের শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ করে প্রবাসে আওয়ামী লীগকে গতিশীল করার জন্য আপনার সাংগঠনিক কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। আপনার দুরন্ত দুর্বার গতির সাংগঠনিক কর্মকান্ডে প্রবাসে আওয়ামী লীগ হবে আধুনিক, শক্তিশালী ও সাংগঠনিক দক্ষতা সম্পন্ন। আপনার প্রতি শুভকামনা নিরন্তর। আপনার প্রতি সন্মান মানেই প্রবাসী বাঙালিদের প্রতি সন্মান। আপনার এই স্বীকৃতি আগামীদিনে ইউরোপ আওয়ামী লীগ আরো বেশি গতিশীল হবে।


বিবৃতিতে সম্মতি জানান জার্মান আওয়ামী লীগ সভাপতি একেএম বশিরুল হক চৌধুরী সাবু, সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ, ইতালি আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস ফারাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, অস্ট্রিয়া আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান খন্দকার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি এমএ কাশেম, সাধারণ সম্পাদক মুজিবর রহমান, বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, হল্যান্ড আওয়ামী লীগ সভাপতি শাহাদাত হোসেন তপন, সাধারণ সম্পাদক মুরাদ খান, স্পেন আওয়ামী লীগ সভাপতি শাকিল খান পান্না, সাধারণ সম্পাদক জহিরুল হক নয়ন, পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রফিক উল্লাহ, সভাপতি জহিরুল ইসলাম জসিম, সাধারণ সম্পাদক শওকত ওসমান, সুইডেন আওয়ামী লীগ সভাপতি মনজুরুল হাসান, সাধারণ সম্পাদক লাভলু মনোয়ার, ফিনল্যাণ্ড আওয়ামী লীগ সভাপতি আলী রমজান, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, নরওয়ে আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন মজুমদার, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ডেনমার্ক আওয়ামী লীগ সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, সুইজারল্যান্ড আওয়ামী লীগ আহবায়ক ইমরান খান মুরাদ, সদস্য সচিব খলিলুর রহমান, গ্রীস আওয়ামী লীগের আহবায়ক রাকিব মৃধা, সদস্য সচিব মিজানুর রহমান, আয়ারল্যান্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ অনেকে। এছাড়া ও মধ্যপ্রাচ্য আওয়ামী লীগ, লন্ডন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ অগণিত কর্মী ও নেতৃবৃন্দ সোশ্যাল মিডিয়াতে এমএ গনিকে অভিনন্দন জানিয়েছেন।



উল্লেখ বিবার্তা গুণীজন সম্মাননা-২০১৭ পেয়েছেন সাংবাদিকতায় দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, শিল্প-সংস্কৃতিতে নৃত্যশিল্পী লায়লা হাসান এবং অভিনেতা সৈয়দ হাসান ইমাম, রাজনীতিতে ডা. দীপু মনি এমপি, অদম্য-নারী ক্যাটাগরিতে হুইপ মাহবুব আরা গিনি, আইসিটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক এমএগনি, অর্থনীতিতে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ইফতিখার-উজ-জামান, সফল উদ্যোক্তা ক্যাটাগরিতে জেএমআই গ্রুপের এমডি মো. আব্দুর রাজ্জাক, গবেষণায় ম্যাকগিল ইউনিভার্সিটির ডক্টরাল ফেলো সানিয়া বিনতে মাহতাব ও ক্রীড়ায় মাবিয়া আক্তার সীমান্ত।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com