শিরোনাম
ইউরোপিয়ান আ.লীগের শোক
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৭, ১৭:০৪
ইউরোপিয়ান আ.লীগের শোক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সুইডেন আওয়ামী লীগের সাবেক সভাপতি খালেদ হাশিম ও সুইডেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মো. দেলোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ।


এক শোকবার্তায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক এম এ গনি এক শোকবার্তায় সুইডেনে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের সংগঠিত করতে তাদের অবদানের কথা স্বীকার করেন। একই সঙ্গে মরহুমদ্বয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তাদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আরো শোক প্রকাশ করেছেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি বাকি উল্লাহ, লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হক, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, প্রবাসী কল্যাণ সম্পাদক হাসনাত মিয়া, জার্মান আওয়ামী লীগের সভাপতি এ কে এম বশীরুল হক চৌধুরী সাবু, সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ, ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফারাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান খন্দকার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, স্পেন আওয়ামী লীগ সভাপতি শাকিল খান পান্না, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন, সুইডেন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল হাসান, সাধারণ সম্পাদক লাভলু আনোয়ার, নরওয়ে আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন মজুমদার, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন তপন, সাধারণ সম্পাদক মুরাদ খান, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি আলী রমজান, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন, সুইজারল্যান্ড আওয়ামী লীগের আহবায়ক ইমরান খান মুরাদ, সদস্য সচিব খলিলুর রহমান, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম জসিম, সাধারণ সম্পাদক শওকত ওসমান গ্রিস আওয়ামী লীগের আহবায়ক রাকিব মৃধা, সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ।


খালিদ হাশিম ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল (তৎকালীন ইকবাল হল) ছাত্র সংসদের ভিপি ছিলেন। পরে সুইডেনে পাড়ি জমান তিনি। প্রবাসে তিনি সুইডেন আওয়ামী লীগের সভাপতি ছাড়াও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।


আর মো. দেলোয়ার হোসেন ছিলেন সুইডেন আওয়ামী লীগের একজন অভিভাবক এবং প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ। সম্প্রতি তারা ইন্তেকাল করেছেন।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com