শিরোনাম
মালয়েশিয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৭, ১৫:১০
মালয়েশিয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
মালয়েশিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে হাইকমিশনের হল রুমে মুজিবনগর দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

প্রশাসনিক কর্মকর্তা মো. শফিকুল ইসলামের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন, ডিফেন্স উইং প্রধান এয়ার কমোডর হুমায়ুন কবির ও দূতালয় প্রধান বেগম ওহিদা আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রম কাউন্সিলর সায়েদুল ইসলাম।

 

এসময় সভাপতির বক্তব্যে হাই কমিশনার মু. শহিদুল ইসলাম বলেন, মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে।  ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি জাতির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষি্ঠত হয়। 

 

১১ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ দেশবাসীর উদ্দেশে বেতারে ভাষণ দেন, যা আকাশবাণী থেকে একাধিকবার প্রচারিত হয়। তাজউদ্দীনের ভাষণের মধ্য দিয়েই দেশ-বিদেশের মানুষ জানতে পারে বাংলাদেশের মুক্তি সংগ্রাম পরিচালনার লক্ষ্যে একটি আইনানুগ সরকার গঠিত হয়েছে। এরই পথপরিক্রমায় ১৭ এপ্রিল সকালে মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা লাভ করে।

 

 

আলোচনা সভায় মিনিস্টার পলিটিক্যাল মো. রইছ হাসান সারোয়ার, ফার্স্ট সেক্রেটারি বাণিজ্য ধনঞ্জয় কুমার দাস, ফার্স্ট সেক্রেটারি এম এসকে শাহীন, প্রথম সচিব শ্রম মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল, ফার্স্ট সেক্রেটারি (পাসপোর্ট অ্যান্ড ভিসা) মো. মশিউর রহমান তালুকদার, দ্বিতীয় সচিব রাজনৈতিক তাহমিনা ইয়াছমিন ও ফরিদ আহমেদসহ হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিবার্তা/আরিফ/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com