শিরোনাম
কানাডা আ.লীগের উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত
প্রকাশ : ২৮ মার্চ ২০১৭, ১৩:৩০
কানাডা আ.লীগের উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত
কানাডা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টরেন্টোয় ৪৬তম স্বাধীনতা দিবস পালন করেছে কানাডা আওয়ামী লীগ। ২৬ মার্চ, রবিবার শহরের ডেনফোর্থের ক্যাফে ডি তাজ রেস্তোরাঁয় দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আব্দুল গাফফার। বিশেষ অতিথি ছিলেন অন্টারিও আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিমুন্নেসা।

 

বক্তব্যের শুরুতে সৈয়দ আব্দুল গাফফার জাতির জনক বঙ্গবন্ধুসহ স্বাধীনতা অর্জনে যারা জীবন দিয়েছে তাদের প্রতি সম্মান জানিয়ে বলেন, দেশ এখন এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে গেছেন। বাংলাদেশ এখন আর অভাব-ক্লিষ্ট দেশ নয়, মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আওয়ামী লীগ প্রমাণ করেছে, দেশ পরিচালনায় সঠিক নেতৃত্ব জরুরি।

 

শহীদের রক্তে কেনা স্বাধীনতাকে সমন্নুত রাখতে কানাডা আওয়ামী লীগ প্রবাসে যা যা করা দরকার করবে বলেও মন্তব্য করেন তিনি। আজিমুন্নেসাও তার বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে অবিচল থাকার অঙ্গীকার করেন।

 

দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের উপস্থাপনায় সভায় আরো বক্তব্য দেন আশিস নন্দী, আনোয়ারুল কামাল, নওশের আলি, মোরশেদ আহম্মদ মুক্তা, অ্যাডভোকেট রাধিকা রঞ্জন চৌধুরী, মাসুদ আলী লিটন, সুদীপ সোম রিংকু, দিনা সাইদ, মামুনুর রশিদ, শেখ জসীম উদ্দিন, ড. সুশিতল সিংহ চৌধুরী, ওবায়দুর রহমান, সোহেল শাহারিয়ার রানা, রিয়াজুল হক, এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম।

 

আলোচনা সভা শেষে উদিচী কানাডার পরিচালনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য, কবিতা আর গানে মাতিয়ে তোলেন উদিচীর শিল্পীরা। ঐশ্বর্য অপূর্ব আবৃত্তি করেন শামসুর রহমানের কবিতা ‘স্বাধীনতা’। এক নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com