শিরোনাম
মালয়েশিয়া আ.লীগের স্বাধীনতা দিবস পালন
প্রকাশ : ২৭ মার্চ ২০১৭, ০৯:২৭
মালয়েশিয়া আ.লীগের স্বাধীনতা দিবস পালন
মালয়েশিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যথাযোগ্য মর্যাদায় গণহত্যা ও স্বাধীনতা দিবস পালন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। রবিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের সেন্টুল কারি কাপালা রেস্টুরেন্টের হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

 

মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হক জোসেফের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনটির সাবেক আহ্বায়ক মো. সোহরাওয়ার্দী হোসেন সারোয়ার। প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না।

 

বিশেষ অতিথির বক্তব্য দেন মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, বীর মুক্তিযোদ্ধা হাজী মতিউর রহমান, সবুজবাগ থানা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সাংবাদিক গৌতম রায়, মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির। এসময় উপস্থিত ছিলেন আব্দুল করিম, দাতু আক্তার হোসেন।

 

 

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। বাংলাদেশের জনগণের পরম ও চরম অর্জন মহান স্বাধীনতা। একাত্তরে ৯ মাসের সশস্ত্র সংগ্রাম আর ত্যাগের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতা। সেসময় দেশের প্রতিটি ঘরই বঙ্গবন্ধুর যেন হয়ে উঠেছিল একেকটি দূর্গ। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে দেশ স্বাধীন হয়েছিল।

 

তারা আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে। দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়। কিন্তু বিএনপি-জামায়াতের শাসনামলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে নাভিশ্বাস ওঠেছিল। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তার নির্দিষ্ট লক্ষ্যে। মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের আহ্বান জানান বক্তারা।

 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুবলীগের আহ্বায়ক তাজকীর আহম্মেদ, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম সিরাজ, শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সিনিয়র সহ-সভাপতি শাহআলম হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জালাল উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক মোনায়েম খান, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল সিকদার প্রমুখ।

 

বিবার্তা/আরিফ/নিশি  

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com