শিরোনাম
গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি ডেনমার্ক প্রবাসীদের
প্রকাশ : ২৬ মার্চ ২০১৭, ০৪:১৮
গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি ডেনমার্ক প্রবাসীদের
ডেনমার্ক প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্মরণকালের ইতিহাসে নৃশংসতম গণহত্যার একটি বাংলাদেশে ঘটেছিল ১৯৭১ সালের ২৫ শে মার্চ। শনিবার ‘জাতীয় গণহত্যা দিবস’ উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ডেনমার্ক পার্লামেন্টের সামনে মোমবাতি প্রজ্জলন করেছে ডেনমার্ক প্রবাসী বাঙালিরা।


১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে পাকিস্তানী হায়নারা সারা দেশব্যাপী নিরস্ত্র সাধারণ নাগরিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী ও পুলিশের ওপর ঝাপিয়ে পড়ে নৃশংসভাবে হত্যা যজ্ঞ চালায়। এই দিবসটিকে ‘গণহত্যা দিবস’ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতির দাবিতে ডেনিশ পার্লামেন্টের সচিব এর নিকট স্মারকলিপি প্রদান করে।


মোমবাতি প্রজ্জলনে বক্তারা বলেন, ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত প্রকৃতার্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মাহুতির প্রতি জাতির চিরন্তন শ্রদ্ধার স্মারক এবং পাকিস্তানী হানাদার বাহিনীর নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে। ‘জাতির পিতা বঙ্গবন্ধুর সরকার যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ প্রণয়ন করেছিল। এর আওতায় অনেকের বিচার সম্পন্ন হয়েছিল। কিন্তু পরবর্তীকালে জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের মুক্তি এবং বিচারকাজ বন্ধ করে দেন। শুধু তাই নয়, চিহ্নিত যুদ্ধাপরাধীদের রাষ্ট্রক্ষমতার অংশীদার করেন। বেগম জিয়াও স্বামীর পদাঙ্ক অনুসরণ করে গণহত্যার দোসর নিজামী-মুজাহিদদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেন। এখন যুদ্ধাপরাধীদের বিচার কাজ এগিয়ে যাচ্ছে।


তারা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের সর্বাত্মক উদ্যোগ গ্রহণের লক্ষে ডেনমার্ক প্রবাসীরা মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদের প্রতি শ্রদ্ধা জানায়।


ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, জাহাঙ্গীর আলম, ডেনমার্ক যুবলীগের সভাপতি জামিল আখতার কামরুল, সাধারণ সম্পাদক আমির জীবন, ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব মোতালেব হোসেন ভূঁইয়া, ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম, ডেনমার্ক আওয়ামী লীগের হিল্লোল বড়ুয়া, মোহাম্মদ ইউসুফ, আবদুল আল জাহিদ, শোয়েব আহমেদ, রিয়াদ হোসেন, ফয়সাল হোসেন, জামশেদ রহমান, ইমরান হোসেন, সুবীর, শাওন, কোহিনূর মুকুল, সাগর, তানভীর শুভ, সুকান্ত দে, আসিফ মুস্তারিন, সুমন বিশ্বাসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিদ্যুৎ/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com