শিরোনাম
স্বাধীনতা দিবসে ডেনমার্ক আ.লীগের কর্মসূচি
প্রকাশ : ২২ মার্চ ২০১৭, ১০:৫০
স্বাধীনতা দিবসে ডেনমার্ক আ.লীগের কর্মসূচি
সফিউল সাফি, কোপেনহেগেন
প্রিন্ট অ-অ+

আগামী ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৩ (তিন) দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন ডেনমার্ক আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


কর্মসূচির ১ম দিনে ২৪শে মার্চ শুক্রবার বাদ জুমা কোপেনহেগেনের বায়তুল মোকাররম মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং গণহত্যায় নিহত শহিদদের স্মরণে বিশেষ মোনাজাত ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে।


কর্মসূচির ২য় দিনে ২৫ মার্চ রাত ৯টায় শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা এবং নৈশভোজ আয়োজন করা হয়েছে।


কর্মসূচির ৩য় দিনে ২৬ মার্চ রাত ১২টাকায় (২৫ মার্চ দিবাগত রাত) ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত শিল্পীদের পরিবেশনায় স্বাধীনতা কনসার্ট ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।


ডেনমার্কে বসবাসরত মুজিব আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের স্বপক্ষ সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন ডেনমার্ক আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


ডেনমার্ক আওয়ামী লীগ আয়োজিত দোয়া মাহফিল ও অনুষ্ঠানগুলোর সার্বিক সহযোগিতা করবেন আওয়ামী যুবলীগ ডেনমার্ক শাখা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ডেনমার্ক শাখা ও ছাত্রলীগ ডেনমার্ক শাখার নেতৃবৃন্দ।


বিবার্তা/সাফি/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com