শিরোনাম
সৌদিতে শিশু সাহিত্য পরিষদের আত্মপ্রকাশ
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ১৫:২৫
সৌদিতে শিশু সাহিত্য পরিষদের আত্মপ্রকাশ
সৌদি আরব প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রবাসে বেড়ে উঠা বাঙালির নতুন প্রজন্মের সাহিত্য-ভাবনা লালনের তেমন কোনো সুযোগ নেই। মূলত স্কুলবার্ষিকী ছাড়া প্রবাসী প্রজন্মের সাহিত্য চর্চার কোনো মাধ্যম গড়ে উঠেনি দীর্ঘদিন। এই অভাব থেকে উত্তরণের লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় শিশুসাহিত্যিক এবং সাহিত্যপ্রেমীদের উদ্যোগে শিশু সাহিত্য পরিষদ গঠিত হয়েছে। 

 

এ উপলক্ষে জেদ্দার স্থানীয় একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য সভার সভাপতিত্ব করেন রোদ্দুর-সাহিত্য সাময়িকীর সম্পাদক আবুল বাশার বুলবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিকদার নাজমুল হক। শিশু সাহিত্যিক ইসমাইল জসীমের প্রাণবন্ত সঞ্চালনায় স্বরচিত ছড়া-কবিতা আবৃত্তি ও আলোচনায় অংশ নেন অতিথিগণ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত-নাগরিক। ইলেক্ট্রনিক মিডিয়ার আগ্রাসনের যুগে নতুন প্রজন্মকে সাহিত্য-সংস্কৃতির সাথে সম্পৃক্ত করা, তাদের সুপ্ত প্রতিভা জাগ্রত ও বিকশিত করা এবং সত্য-সুন্দর-আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। এ প্রয়াসের অংশ হিসেবে গঠিত হয়েছে ‘শিশুসাহিত্য পরিষদ, সৌদি আরব’।  

 

নবগঠিত সাহিত্য সংগঠনের আহ্বায়ক সিকদার নাজমুল হক এবং সদস্য সচিব মনোনীত হন ইসমাইল জসীম। কার্যকরি সদস্যগণ হলেন আবুল বাশার বুলবুল, ডা. গোলাম মোর্শেদ, মঈনুদ্দিন শামিম, সৈয়দ রাশেদ রেজা, বাহার উদ্দিন বকুল।

 

বিবার্তা/সাগর/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com