শিরোনাম
জার্মানি বিমানবন্দরে এম এ গনিকে ফুলেল অভ্যর্থনা
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪২
জার্মানি বিমানবন্দরে এম এ গনিকে ফুলেল অভ্যর্থনা
মিউনিখ থেকে সাজ্জাদ করিম
প্রিন্ট অ-অ+

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম এ গনি জার্মানি পৌঁছেছেন। বৃহস্পতিবার সকালে তিনি জার্মানির মিউনিখ বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাকে ফুলেল অভ্যর্থনা জানান জার্মান আওয়ামী লীগসহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দ।


উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সরকারি সফরে বৃহস্পতিবার রাতে জার্মানি যাবেন। জার্মানির মিউনিখ নগরীতে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণই এ সফরের উদ্দেশ্য। পাশাপাশি জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।


এমএসসি বিশ্ব নিরাপত্তা নিয়ে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে সম্মেলনের আয়োজন করে আসছে। বিভিন্ন দেশের প্রায় চার শতাধিক নীতি-নির্ধারক, সরকার ও রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, বিশিষ্ট ব্যক্তিত্ব, গবেষক, সিভিল সোসাইটি প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেবেন।


আগামী ১৮ ফেব্রুয়ানি জার্মান আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এক গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। গণসংবর্ধনায় যোগদানের উদ্দেশে ইতিমধ্যে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ আসতে শুরু করেছেন।


বিমান বন্দরে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের সভাপতি এ কে এম বশিরুল আলম চৌধুরী সাবু, সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ, উপদেষ্টা জাহিদ ঠাকুর, যুবরাজ তালুকদার, মোহাম্মদ রেজাউল করিম, আনিস তালুকদার, মাহমুদ রাসেল, হাবিবুর রহমান, দেওয়ান রিপন, ডেনমার্ক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, জাহাঙ্গীর আলম, স্পেন আওয়ামী লীগ নেতা রিজভী আলম, জাকির হোসেন, দুলাল সাফা, জার্মান ছাত্রলীগ সভাপতি দেওয়ান আরেফিন টিপু, আশফাক হোসেন নিশাত বাপ্পী, ফয়সাল পাপ্পুসহ আরো অনেকে।


বিবার্তা/সাজ্জাদ/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com