শিরোনাম
প্রধানমন্ত্রীর জার্মানি সফর: ইউ আ.লীগের ব্যস্ততা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৫
প্রধানমন্ত্রীর জার্মানি সফর: ইউ আ.লীগের ব্যস্ততা
মিউনিখ থেকে সাজ্জাদ করিম
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সরকারি সফরে আগামীকাল বৃহস্পতিবার সকালে জার্মানি আসবেন। জার্মানির মিউনিখ নগরীতে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণই এ সফরের উদ্দেশ্য। পাশাপাশি জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এমএসসি বিশ্ব নিরাপত্তা নিয়ে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে সম্মেলনের আয়োজন করে আসছে। বিভিন্ন দেশের প্রায় চার শতাধিক নীতিনির্ধারক, সরকার ও রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, বিশিষ্ট ব্যক্তিত্ব, গবেষক, সিভিল সোসাইটি প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেবেন।


আগামী শনিবার জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু, নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে দ্বিপাক্ষিক বৈঠকে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মান সফর উপলক্ষে ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ জার্মানি আসতে শুরু করেছেন। আগামী ১৮ ফেব্রুয়ারি জার্মান আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। জার্মানি আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু ও সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি স্মরণকালের একটি সুন্দর গণসংবর্ধনা অনুষ্ঠিত হবে।’


এছাড়া ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্ত, সাধারণ সম্পাদক এমএ গনি, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হক, এম নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফারাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ



কাশেম, সাধারণ সম্পাদক মুজিবর রহমান, অস্ট্রিয়া আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান খন্দকার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম , আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ ,বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, হল্যান্ড আওয়ামী আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন তপন, সাধারণ সম্পাদক মুরাদ খান, ডেনমার্ক আওয়ামী লীগ সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, ফিনল্যাণ্ড আওয়ামী লীগ সভাপতি আলী রমজান, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন, নরওয়ে আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন মজুমদার, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সুইডেন আওয়ামী লীগ আহবায়ক খেতু মিয়া, সদস্য সচিব লাভলু মনোয়ার, স্পেন আওয়ামী লীগ সভাপতি শাকিল খান পান্না, সাধারণ সম্পাদক জহিরুল নয়ন, রিজভি আলম পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সভাপতি রাফিক উল্লাহ, সভাপতি জহিরুল ইসলাম জসিম, সাধারণ সম্পাদক শওকত ওসমান গ্রীস আওয়ামী লীগের আহবায়ক রাকিব মৃধা, সদস্য সচিব মিজানুর রহমান, সুইজারল্যান্ড আওয়ামী লীগের আহবায়ক ইমরান খান মুরাদ, সদস্য সচিব এম রহমান, সাবেক সভাপতি জহির, সাবেক সাধারণ সমপাদক তাজুল ইসলাম, আয়ারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সমপাদক বেলাল হোসেন, রফিক খানসহ অনেকে।


বিবার্তা/করিম/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com