শিরোনাম
যুক্তরাষ্ট্রে কবি দিলওয়ারের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৬, ১৪:৩৭
যুক্তরাষ্ট্রে কবি দিলওয়ারের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন
নিউইয়র্ক প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রে বাংলা একাডেমী ও একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ারের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সন্ধ্যায় কবির বড় ছেলে শাহীন ইবনে দিলওয়ারের উডসাইডস্থ ভবনে মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


কবি দিলওয়ার পরিষদ যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত সভার শুরুতে প্রবাসের বন্ধুদের উদ্দেশ্যে কবির লেখা চিঠি পাঠ করা হয়। চিঠিতে কবি প্রবাসের বন্ধুদের স্মরণ করিয়ে দেন যুক্তরাষ্ট্র অভিবাসীদের আবাসভূমি। একমাত্র পিওর ব্লাডের ইন্ডিয়ান ছাড়া অন্যান্য সবাই অভিবাসী অথবা অভিবাসীদের বংশধর।


সভায় সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল কাইয়্যুম অসুস্থতার জন্য অনুপস্থিত থাকলেও টেলিফোনে কবির প্রতি তার শ্রদ্ধা জানান।


সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন ইবনে দিলওয়ারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবীর আনোয়ার, বিশিষ্ট সংগঠক সাহাবুদ্দিন, রিয়েলটর মোরশেদ আমিনুল হক, কবি জালাল উদ্দিন রুমি, কবির মেজো মেয়ে রোজিনা সিরাজ, ছোট মেয়ে নিউইয়র্ক পাবলিক স্কুলের শিক্ষিকা সাজিয়া রহমান, কবির পুত্রবধূ নিউইয়র্ক পাবলিক স্কুলের সহকারী শিক্ষিকা সুলতানা পারভিন, কবির নাতি সাইয়ান শাহীন খান, আদনান রহমান আদি ও নিকটাত্মীয় মো. বদরুজ্জামান বেলাল।


কবির রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাইনউদ্দিন আহমেদ। আলোচনা সভায় বক্তারা কবির সৃষ্টিকর্মের যথাযথ সংরক্ষণের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।


বিবার্তা/খোকন/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com